চাইনি ভালোবাসতে

15 3 2
                                    

~~~~~

ভালবেসে ফেলেছি।
কিন্তু চাইনি ভালোবাসতে।
একটা ছোট্ট ভুল হয়ে গেছে,
কিন্তু মনের মানুষটা ভারি সুন্দর।
অজানা শহরের এক অজানা মানুষ,
দেশের বাড়ি তার আরোই না জানা।
কিন্তু হৃদয় টা তো ভালো,
একবার দেখাতেই মনে কিছু হয়েছিলো।
ভুল যে আমার, তা আর বলতে,
কিন্তু আমি তাও বলি সে আমার ভুল না।
সেই এক দুপুর রোদে যখন দেখি,
সেই মানুষটি আমার সাথেই চলেছে,
কিন্তু আমার ছাতার তার দরকার নেই।
আবার কখনো, বৃষ্টি ভেজা এক রাতে,
আমাকে একলা আসতে দেয়নি সে,
সঙ্গে এসেছে, কথা বলেছে,
কথা তো বলেই, সে আর এমন কি?
হাসেও মাঝে মাঝে, কিন্তু সেই মানুষটা,
আমার জীবনের এক ভুল।
জীবনের সব কিছুই ভুলিয়ে দিয়েছে সে।

~~~~~

ছন্দের রেশ Where stories live. Discover now