অজানা

15 3 2
                                    

~~~~~

কত অজানা কথা,
কখনো সত্যি থেকে মিথ্যে আলাদা করে,
কখনো নিজের সঙ্গেই নিজে যুদ্ধ করে,
অজানা লোকজনের মাঝে হারিয়ে,
কিই বা পেয়েছি আজ?
গুটিকতক চেনা মুখ,
বন্ধুত্বের একটা ছোট্ট রেশ,
আর এক অজানা মনের মানুষ।

~~~~~

ছন্দের রেশ Donde viven las historias. Descúbrelo ahora