#নেশা#১৯

39 1 0
                                    

#নেশা

লেখিকা : সৈয়দা রাইসা আবেদীন অহনা

পর্ব - ১৯

জারা হুম বলার পরেই তন্নিমা চলে গেলে জারা ফাওয়াদের রুমের দিকে তাকিয়ে থাকে। এদিকে ফাওয়াদের বাসায় ফাওয়াদ আর জারা অফিসে যাওয়ার পর ফাওয়াদের মা, ফাওয়াদের বাবা, ফাওয়াদের খালামনি আর জারার মা একসাথে বসেই কথা বলছিলেন। তখনই ফাওয়াদের মা বলে,

ফাওয়াদ - আপা আমরা যা করলাম তা কি ঠিক হলো? এইভাবে ফাওয়াদ আর জারাকে জোর করে বিয়ে দাওয়াচ্ছি। আমার এই অসুস্থতার ঢং করে।

তখনই পাশ দিয়ে ফাওয়াদের বাবা বলেন,

ফাওয়াদের বাবা - এইখানে কিছুই খারাপ হয় নি। আমরা যা করছি আমাদের ছেলে মেয়ের ভালো বুঝেই করছি।

ফাওয়াদের খালামনি - হ্যাঁ। তুই শুধু শুধু চিন্তা করিস না তো।

ফাওয়াদের বাবা - দেখো আজ যদি আমরা এমন না করতাম তাহলে আমরা জারা আর ফাওয়াদকে কখনোই এক করাতে পারতাম না। আমরা সবাই জানি ফাওয়াদ আর জারা একে অপরের জন্য কতোটা প্রটেক্টিভ। কিন্তু ওরা তা বুঝতে পারছে না।

ফাওয়াদের খালামনি - আর একবার বিয়েটা হয়ে গেলে দেখবি ওরা নিজেরাও বুঝতে পারবে যে ওরা একে অপরের জন্য কতোটা পারফেক্ট।

ফাওয়াদের মা - সবই বুঝলাম কিন্তু যদি ওরা এটা জেনে যায় তাহলে কিন্তু অনেক রাগ করবে।

ফাওয়াদের খালামনি - আরে ওরা এটা জানবে কি করে। ওদের আমরা এটা বললে তো জানবে।

ফাওয়াদের মা - তা অবশ্য ঠিকই বলেছেন।

ফাওয়াদের খালামনি - যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সেদিন রাতে প্লানটা না করলে এমন কখনোই হতো না।

সেদিন রাতে ফাওয়াদের বাসায়,,,,,

ফাওয়াদের মা - আসলে জারার আম্মু আপনার সাথে কিছু কথা ছিলো।

জারার মা - হ্যাঁ বলেন!

ফাওয়াদের মা - আসলে আমি আপনার কাছে ফাওয়াদের আর জারার বিয়ের কথা বলতে চাচ্ছিলাম।

তখনই জারার মা অবাক হয়ে বলে,

জারার মা - কিন্তু এটা কিভবে সম্ভব? ফাওয়াদ আর জারা তো একে অপরের ভালো বন্ধু। এছাড়া আর কিছুই না।

নেশা Where stories live. Discover now