#নেশা#১১

Start from the beginning
                                    

জারা - আন্টি প্লিজ কাদবেন না। কারন আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে। কারন ফাওয়াদকে আমি নিজেও এমন অবস্থায় দেখতে পারছি না। আমার কাছেও খারাপ লাগছে। বাই দা ওয়ে আন্টি ফাওয়াদ কি এখনও রুমে?

ফাওয়াদের মা - হ্যাঁ ওর রুমেই আছে। যাও।

ফাওয়াদের মা বলার পর জারা ফাওয়াদের রুমের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। নাজাতের দাফনের পর প্রতিদিনই জারা এই বাসায় আসছে। এদিকে ফাওয়াদ আজকাল অফিসে যাওয়াও বন্ধ করে দিয়েছে। তাই আজকাল ফাওয়াদের পরিবর্তে ফাওয়াদের বাবা অফিস সামলাচ্ছেন। এদিকে জারা ফাওয়াদের রুমে এসে দরজায় নক করার আগেই ফাওয়াদ রুমের ভিতর দিয়েই বলে উঠে যে,

ফাওয়াদ - ভিতরে এসো জারা।

ফাওয়াদের এমন কথায় জারা কিছুটা অবাক হয়ে যায় আর রুমে ডুকতে ডুকতে বলে,

জারা - তুমি বুঝলে কি করে যে আমি!

ফাওয়াদ - প্রতিদিন তুমিই তো আসো এমন সময়ে তাই।

জারা - ওহ।

এদিকে জারা ফাওয়াদের পাশে এসে বসে। কিছুক্ষন কেউ কিছু বলে না। হটাৎ করেই ফাওয়াদ বলে,

ফাওয়াদ - মা কি খুব কেদেছে?

ফাওয়াদের এমন কথায় জারার শান্ত দৃষ্টিতে ফাওয়াদের দিকে তাকিয়ে বলে,

জারা - হ্যাঁ কেদেছেন। কাদা ছাড়া আর কি কোন উপায় আছে তার!

জারার এমন কথায় ফাওয়াদ জারার দিকে তাকিয়ে বলে,

ফাওয়াদ - আমি বুঝি না মা কেন এইভাবে কাদে। আমি তো ঠিকই আছি।

জারা - হ্যাঁ কতো যে ঠিক আছো তা তো দেখতেই পাচ্ছি আমরা সবাই। বেচে থেকেও মরে আছো। আচ্ছা বলতো কোন মা তার সন্তানকে এইভাবে ধুকে ধুকে কষ্ট করে দেখতে চাইবে বলো? সে তোমার মা ফাওয়াদ। তোমার কষ্ট দেখে তার নিজেরও কষ্ট লাগে। অন্য কারো জন্য না কিন্তু নিজের মায়ের কথা চিন্তা করে অ্যাট লিস্ট ভালো থাকার চেস্টা করো প্লিজ। যা হবার তা তো হয়েই গিয়েছে। এখন হাজার কাদলেও কি নাজাত ফিরে আসবে বলো! আমি জানি নাজাতকে অনেক ভালোবাসতে তুমি। আমি নিজে তা দেখেছি। অস্বীকার করবো না। আমি মানি কষ্ট পাওয়া জায়েজ এমন সিচুয়েশনে কিন্তু নিজের মায়ের কথা চিন্তা করে এইভাবে সারাদিন রুমে বসে না থেকে রুমের বাহিরে এসে নিজের মায়ের সাথে মন খুলে কথা তো বলতে পারো। নিজের মায়ের সাথে মন খুলে কথা বললে তোমার মন কিছুটা তো হালকা হবে। অফিসে যাও কাজ করো। নিজেকে ব্যাস্ত রাখার চেস্টা করো। ধীরে ধীরে সব স্বাভাবিক লাগবে। কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছো?

নেশা Where stories live. Discover now