#নেশা#৯

40 1 0
                                    

জারা - আসলে আন্টি কাল ফাওয়াদ কল করে বললো যে আজ নাকি নাজাতের বিয়ের জন্য শপিং করতে যাবেন। তাই আমি যেন আসি। তাহলে নাকি আপনাদের হেল্প হবে। তাই আসলাম।

ফাওয়াদের মা - আমি কি জিজ্ঞেস করেছি কেন এসেছো?  এটাকে নিজের বাড়িইই মনে করতে বলেছিলাম তোমাকে। কিন্তু তুমি তো আমাদের সাথে ফরমালি বিহেইভিয়ার করো।

জারা - আরে না আন্টি এমন কিছুই না।

ফাওয়াদ - তো নাজাত কোথায়?

জারা - আসলে আন্টি নাজাতের কিছু কাজ ছিলো। ও বললো যে ও সেই কাজ থেকে ডিরেক্ট শপিংমলে চলে আসবে। আমাদের যেতে বললো। ভাললাম আপনি একা যাবেন তাই আপনাকে কম্পানি দিতে চলে আসলাম। (কিছুটা মুচকি হেসে বলে)

ফাওয়াদের মা - ভালোই করেছো।

এরপর ফাওয়াদের মা আর জারা দুইজনেই শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে এদিকে নাজাতও নিজের কাজ শেষ করে সরাসরি শপিংমলে পৌছে যায়। এদিকে নাজাত আর ফাওয়াদের মা মিলে বিয়ের লেহেঙ্গা সিলেক্ট করতে থাকলে জারা এক ধ্যানে লেহেঙ্গার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে আর তখনই ফাওয়াদের আম্মু আর নাজাত জারাকে ডাক দিলে জারার ধ্যান ভাঙে আর তখনই নাজাত বলে,

নাজাত - কি ভাবছিলে?  সেই কখন থেকে ডেকে যাচ্ছিলাম।

জারা - না তেমন কিছু না। এমনি।

নাজাত - ওহ। আচ্ছা এই লেহেঙ্গাটা কেমন?

জারা - ভালোই তো।

জারা আরো কিছু বলতে যাবে তখনই জারার ফোনে মেহেরুনের কল আসলে জারা বলে,

জারা - আপনারা লেহেঙ্গা দেখতে থাকুন। আমি একটু আসছি। মেহেরুন কল দিয়েছে। দরকার হলে ডাক দিয়েন।

ফাওয়াদের মা - আচ্ছা যাও।

বলেই জারা একটু পাশে এসে কলটি রিসিভ করতেই মেহেরুন বলে,

মেহেরুন - এতোক্ষন লাগে তোর কল রিসিভ করতে?

জারা - আসলে আমি একটু বাহিরে আসছিলাম তাই আর কি।

মেহেরুন - কই তুই? 

জারা - আরে নাজাত আর ফাওয়াদের বিয়ের শপিংয়ের জন্য এসেছিলাম।

নেশা Where stories live. Discover now