#১

1.4K 40 10
                                    

প্রাপ্তি

#১

রশ্নী বাচ্চাটার সামনে ভ্রু কুঁচকে বসে আছে,শুধু ভ্রু না,ওর কপালও কুঁচকে আছে।এই মুহূর্তে বাচ্চাটাকে কি আপদ ভাববে,নাকি আশীর্বাদ ভাববে,তা ঠাহর করতে পারছে না।সামনে টাওয়েলে মোড়ানো দুতিন দিনের ছোট্ট দেহটা হাল্কা মোচড়াচ্ছে,যে কোন মুহূর্তে যে তার স্বরে কান্না করে দেবে,তাতে কোন সন্দেহ নেই।বাচ্চাটা এক ঘন্টা ধরে ওর সামনে, আর ছোট বাচ্চাদের এক দু'ঘন্টার মাঝেই খাওয়াতে হয়।নিজে মা না হলেও এটুকু জ্ঞান ওর হয়েছে আশেপাশের নিকটাত্মীয় মায়েদের দেখে।অবশ্য বাচ্চার ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান পেয়েছে ছোট বোন অগ্নির কাছ থেকে,তার পুরো প্রি-মাদারহুড এবং পোস্ট-মাদারহুড পিরিয়ডের অনেকটুকু অংশ ওর নিজের চোখে দেখা।বাচ্চাকে কোলে নেয়া,গোসল দেয়া,খাওয়ানো,বমি করলে সাফ করা, বাচ্চা পায়খানা-পেশাব করার আগে কি করবে,সব কিছুই নিজে দেখেছে।সেসব অভিজ্ঞতা হয়ত এখন কিছুটা কাজে লাগবে,রশ্নী ভাবে।কিন্তু এসব কাজে লাগুক সেটা ও কখনো চায়নি।চাবে কি করে?ওর মতে একজন নারীর পুর্ণতার জন্য স্বামী, সন্তান, মাতৃত্ব,এসবের একেবারে প্রয়োজন নেই।তার প্রয়োজন নিজের পায়ে দাঁড়ানো,অন্যের প্রতি মুখাপেক্ষীহীনতা আর যুদ্ধ করার সকল শক্তি। "একজন সন্তান পারে একজন নারীকে পরিপূর্ণ করতে" এসব কথা ওর কাছে ভুয়া,ভিত্তিহীন।

বাচ্চাটা কিছুক্ষণ মোচড়ে আবার থেমে যায়,তার কয়েক সেকেন্ডের মাঝে রশ্নীর ধারণাকে সত্য প্রমাণ করে চোখ বুঁজে কান্না শুরু করে।রশ্নী হাত বাড়িয়ে বাচ্চাটাকে বুকে চেপে নেয়,বুকের সাথে জড়িয়ে হাল্কা ঝাঁকিয়ে কান্না থামানোর চেষ্টা করে। ওর ধারণা বাচ্চা থামবে না,ওর এখন ক্ষুধা লাগার কথা।তবে রশ্নীকে অবাক করে দিয়ে বাচ্চাটা থেমে যায় এবং ঘুমিয়ে পড়ে।আস্তে করে মুখের সামনে এনে দেখে বাচ্চাটা চোখ বুঁজে পরম শান্তিতে ঘুমিয়ে গেছে।এই প্রথম বাচ্চাটাকে কোলে নিল ও।তবে ওর ক্ষুধা লাগলে কি করবে সে নিয়ে তীব্র দুশ্চিন্তার রেখা ওর কপালে হাল্কাভাবে ফুটে ওঠে। বাচ্চাটাকে কোল থেকে কয়েক সেকেন্ডের জন্য রেখে দেখে বাচ্চাটা আবার মোচড়াচ্ছে,রশ্নী আবার কোলে তুলে নেয়।কোলে নিয়ে হাঁটতে হাঁটতে ভাবছে বাচ্চাটাকে নিয়ে কি করবে সে।

 প্রাপ্তি (Completed ✅)जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें