আমার অদ্ভুত সূচনা

111 1 0
                                    



অনেক দিন ধরে ভেবে আজ আমার এই গল্প লেখা । অবিশ্যি এটাকে গল্প বলবো না বাস্তব , কোন অলৌকিক ঘটনা নাকি শুধুমাত্র বিকৃত মস্তিষ্কের কোন এক উদাহরণ - কোনটাই আমি জোড় গলায় বলতে পারবোনা ।  আমি শুধু আজ এখানে আপনাদের গল্প গুলি জানাতে চাই । বাকিটা আপনাদের উপর । 

গল্পের শুরুতে বলে রাখি - এই গল্পে আমি যা যা উল্লেখ করব সে সব কথা আমার জন্য অদ্ভুত , তার কারণ আমি নিজেই এই সবের ভাগীদার । এই গল্পে যা বলবো সে সব আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা । এরম অনেক কিছু আশ্চর্য ঘটনার সাক্ষী আমি সেই ছোট বেলা থেকেই । কাউকেই ঠিক করে বলে বা বুঝিয়ে উঠতে পারিনি কোনোদিন । তাই সব কিছু আস্তে আস্তে নিজের মধ্যেই রাখতে শুরু করে দিই ।  বড় হয়ে ওঠার পথে মা ,বাবা , বন্ধু-বান্ধবদের বলার চেষ্টা করেছি কিন্তু যা হয় - হয় আমাকে চুপ করে থাকতে বলে দেওয়া হল , না হয় লোকেরা হাসা-হাসি করতে শুরু করল আমার পেছনে । তাই একদিন ঠিক করে ফেললাম ,নাহ !! আর কাউকে বলবনা , কিচ্ছু বলবনা । কিন্তু আজ এতদিন পর ভাবলাম কাউকে বলতে পারছিনা , লিখতে তো পারিই । তাই আজ থেকে আমি আমার জীবনে ঘটে যাওয়া সবকটা ঘটনা এক এক করে তুলে ধরবো  । 

আজ আপনাদের যেই গল্পটি বলবো সেটা আমার এই  সব ঘটনার সূচনা । এই ঘটনাটার পরেই শুরু হয় আমার জীবনের অবিশ্বাস্য জিনিস গুলো । তখন আমি ছোট, সাল ছিল ২০০০ । সাল টা মনে থাকার কারণ - সেই বার খুব ঝড়-বৃষ্টি হওয়ার ফলে বন্যা হয়েছিলো এবং অনেকটা জল আমাদের নিচের তলায় সব ভাসিয়ে দিয়েছিল । সেই ৫-৭ দিন আমাদের পাড়ায় বিদ্যুৎ ছিল না। বৃষ্টির দ্বিতীয় রাতে আমরা , মানে মা-বাবা আর আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পরেছিলাম , প্রায় ৯টা নাগাদ । নাহলে বিদ্যুৎ থাকলে আমাদের বাড়িতে  রাতে ১১-১২ টার আগে কেউ ঘুমায় না । 

পররের দিন সকালে বেশ ঠাণ্ডা লাগার জন্য একটু তাড়াতাড়িই ঘুম থেকে উঠে গেলাম । ঘুম তখন ভাঙ্গেনি ঠিক করে । রীতিমত ঘুম-ভাঙ্গা চোখ নিংড়াতে- নিংড়াতে মশারিটা তুলে , বিছানা থেকে নিচে লাফ দিলাম । ছপাক  !!!! আমি পরলাম এক বুক বন্যার জলে । আমি কিছু ভেবে ওঠার আগেই মা দেখি  জলে কল-কল শব্দ করে জোর কদমে আমার দিকে প্রায় ছুটে এল । এসে একটা সস্থির নিশ্বাস ফেলে বলল তাড়াতাড়ি উপরের তলায় চলে যেতে । আমি বেশি কথা না বলে চুপ-চাপ ঘাড় নাড়িয়ে বাধ্য মেয়ের মতো সিঁড়ির দিকে যেতে লাগলাম । কিন্তু যতই বাধ্য হই ,  বন্যার কথা আমি আগেই শুনেছি  বড়দের কাছে , এই প্রথম নিজের চোখে দেখা । শুধু দেখাই না স্বপ্নের মতো । ঘুম থেকে উঠে একদম গঙ্গা স্নান ... উফফ!! ব্যাপারই আলাদা । তাই সিঁড়ির দিকে গেলাম বটে , কিন্তু অনেকটা সময় কাটিয়ে কাটিয়ে । জানিনা কেউ বিশ্বাস করবে কিনা এই সময় - তখন ঘরের ভিতর জলের সাথে সাথে অনেক রকম মাছও ঢুকে এসেছিল । সিঁড়িতে চড়েও আমি ওই মাছ গুলো দেখছিলাম বসে-বসে । তার পরেই দেখলাম বাবা আসছে , আর কি উপরে দৌড় লাগালাম বাপ-বাপ করে । 

অন্ধিসন্ধিWhere stories live. Discover now