Achlys' Hearth - The Black Eclipse / 13.

2 0 0
                                    

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.







⚪THE HAZEL CORNER⚪

রাগিণী দেবীর কথাগুলো শোনার পর যেন কষ্টের মাত্রা আরো কয়েক গুণ বেড়ে যায় কাঙ্খিকার... ও ভাবে, এভাবে ও সত্যি ভাবেনি... ও শুধুই ওই খবরের ওপর ভিত্তি করেই দৃশানকে দূরে ঠেলে দিয়েছে, number ও block করে দিয়েছে সাথে সাথে.... দৃশানকে কোনো সুযোগই দেয়নি নিজের কথা বলার, শুনতে চায়নি ওর কোনও কথা... সেই সন্ধ্যের দৃশ্যটা মনে পড়তেই কাঙ্খিকার মন গভীর ভাবে মোচড় দিয়ে ওঠে... সত্যি যদি দৃশান নির্দোষ হয়, ভাবতেই কাঙ্খিকার ভেতরটা ব্যথা করে ওঠে....

কাঙ্খিকা ভাবে, সত্যি ওর নিজের দোষই বেশি.. ওই তো media তে খবরটা এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য একমাত্র দায়ী... সাথেই ওয়েদ্রিখার ব্যপারটাও নাড়া দেয় ওকে... ঠিকই, Sallyর সাথে ওয়েদ্রিখাই ছিলো আর mediaতে খবরটা ছড়ানো মাত্র ও ঘর থেকে বেরোচ্ছে না...
রাগিণী দেবীর থেকে কথাগুলো শুনে যেন ওর মনের মেঘ খানিকটা হলেও কাটে, পরিস্কার হয় কিছুটা সাথেই আশঙ্কা এবং সন্দেহ জাকিয়ে বসে কাঙ্খিকার মনে...

এতক্ষণে যেন কাঙ্খিকা দুয়ে দুয়ে চার করতে পারে, ওয়েদ্রিখা নিশ্চয়ই জড়িত, তাই ভয় পাচ্ছে...!
কাঙ্খিকা এবার একেবারে পরপর সাজিয়ে সরলরেখায় ভেবে চলে--আর্চি দি is fearing দৃশান, she's scared of দৃশান...!because she's conspired against দৃশান with Sally... But why..? To break our relationship...!? Right..! Party তেও তো আমাকেই কথাগুলো বলেছিলো ওরা, আর তো কারোর সাথে ওদেরকে কথা বলতে দেখিনি... আমাকে বলে বেরিয়েও গেলো আমার suggestions নিয়ে press media তে সবটা বলা... May be use করতে চেয়েছিলো আমার suggestion as plan but বোঝেনি তার দাম এভাবে দিতে হবে..... After all he's Drishan Rey... And hence, Sallyর এরকম অবস্থা দেখেই মনে হয় আর্চি দি ভয়ে বাড়িতে ঘাপটি মেরে বসে আছে.... চাপা উত্তেজনা ছড়ায় ওর মনে, শরীরে....

Achlys' Hearth - The Black Eclipse 🔞🔞🔞Where stories live. Discover now