এক কাপ কফি

34 3 4
                                    

দশ তলা উঁচু দালানের বেলকনিতে দাঁড়িয়ে আছে হিয়া, যেখান থেকে এক লাফ দিলে তার আর বাঁচার সম্ভাবনা নেই!

চারপাশে কত ঘর-বাড়ি, দোকান, রেস্তোরা, রাস্তায় কতশত গাড়ি-বাস-ট্রাকের চলাচল। দূর থেকে কত উঁচু উঁচু দালান (বিল্ডিং) দেখা যাচ্ছে, প্রত্যেকটিতে আলোর বিন্দু জ্বলজ্বল করছে। দালানগুলোর প্রত্যেকটি ঘরে আলো জ্বলছে যা দূর থেকে বিন্দুসম মনে হচ্ছে। চারদিকে শুধু আলো আর আলোর ছড়াছড়ি, দিন থেকে যেনো রাতের শহরটা বেশি আকর্ষণীয় হয়ে উঠে। সেজন্যেই এক কাপ কফি নিয়ে বেলকনিতে রাতের শহর উপভোগ করছে হিয়া। চারপাশে গাড়ির চলাচল, শহরের ব্যস্ততা, চারপাশে হরেক রকমের বাতির রাতের অন্ধকার জয় করা আর উপরে তারা ভরা আকাশে এক টুকরো পূর্ণিমার চাঁদ- ভাবতেই কত অসাধারণ আর দেখতে না জানি কতসুন্দর!

হিয়া শুকরিয়া আদায় করে যে তাকে দুটো চোখ দেয়া হয়েছে, যার দ্বারা সে গোটা পৃথিবী না-হোক অন্তত এই রাতের সৌন্দর্যটুকু দুচোখ ভরে দেখতে পারে। হিয়ার মন খারাপ হয়ে যায় এটা ভেবে যারা চোখে দেখতে পায় না তাদের কত প্রতিবন্ধকতার স্বীকার হতে হয় প্রতিনিয়ত, সবচেয়ে কষ্টকর এই পৃথিবীর সৌন্দর্য তারা দেখতে পায়না। তবে সকল কষ্টের মাঝেও একটা আনন্দের কথা হলো তারা চোখে দেখতে না পেলেও তারা মন দিয়ে সবকিছু অনুভব করতে পারে, একে বলা যেতে পারে মনের চোখ! চোখে দেখার চেয়েও অনুভব করতে পারাটা অনেক বেশি আনন্দের, কোনো কিছু অনুভব করতে না পারলে তা অর্থহীন হয়ে যায়। ঠিক যেমন কোনো কিছুতে যদি আনন্দ অনুভব না করেন আপনি কখনো মন থেকে হাসতে পারবেন না। যদি হাসেন তবুও তা হবে মৃত হাসি, কৃত্রিম হাসি। মানুষ জীবিত হয়েও অনেক সময় যেমন জীবিত লাশ হয়ে বাঁচে, সেই মৃত হাসিটাও অনেকটাই সেরকম। ভাবতে ভাবতে কফির কাপটিতে চুমুক দিলো হিয়া।

হিয়া ভাবতে লাগলো এত উঁচু জায়গা থেকে সে রাতের শহর বিলাস করছে, যেখান থেকে গাড়িগুলো অনেকটা ছোট পিপিলিকার মতো লাগছে! যদি হঠাৎ করেই সে এখান থেকে পড়ে যায় কিংবা সে নিজ থেকেই ঝাঁপ দেয়, কেমন হবে তখন? যাকে বলে নিজেকে নিজে হত্যা করা তথা আত্মহত্যা! সাথে সাথেই মিলিয়ে যাবে সে অনেক গভীরে, চলে যাবে এ দুনিয়া থেকে অনেকটা দূরে কোনো এক অন্য জগতে- যেখান থেকে কেউ আর কখনোই ফিরে আসতে পারবেনা! এ দুনিয়াও তাকে ধীরে ধীরে ভুলে যাবে হয়তোবা দুয়েকদিন মনে রাখবে, তারপর ধীরে ধীরে এ পৃথিবীতে হিয়া নামক কারো অস্তিত্বই বিলীন হয়ে যাবে!

এক কাপ কফিWhere stories live. Discover now