Episode 1

157 16 51
                                    

আমি চিনি গো চিনি
তোমারে...
ওগো বিদেশিনী ....
তুমি থাকো সিন্ধু পারে
ওগো বিদেশিনী ....

❛ ━━・❪ ❁ ❫ ・━━ ❜

❝      ঘাসফড়িং টা আমার কাছে এসে জিজ্ঞেস করলো , "কি করছো তুমি?"
আমি বললাম,,"লিখছি যে"
"কি এতো লেখো সারাদিন?"
"যা মন চায় তাই লিখি।"
আমি ঘাসফড়িং টার দিকে তাকিয়ে দেখি সে বিরক্ত হয়ে বসে আছে।আমি তাকে জিজ্ঞেস করলাম,,
"কি ব্যাপার তোমার আবার কি হলো??আর তোমার কি কাজ নেই"
সে আমার কথার উত্তর না দিয়ে উড়ে গিয়ে আমার কলমদানির উপর গিয়ে বসলো।
আমি আবারো লেখায় মন দিলাম।কিন্তু আজ হয়তো আর লেখা হবে না। নীল রংএর প্রজাপতি এসে আমায় ডাকতে লাগলো।আসলে আজ যে বাবুই টার বিয়ে।তাই সবাই বারে বারে আসছে আর আমায় ডেকে যাচ্ছে।আমি এবার খাতা কলম গুছিয়ে বাইরে গেলাম।
বাবুই পাখির বাসা আজ ফুল দিয়ে সাজানো হয়েছে।একটু পরে আধার নামলে শ-খানেক জোনাকি এসে জায়গাটা আলোকিত করে তুলবে।বিয়ে বলে কথা।জোনাকিদের আজ তাদের বন্ধুদের আনতেও বলা হয়েছে।
সবাই সবার কাজে ব্যস্ত।আমিই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি।বুলবুলি আর দোয়েল বিয়ের খাবার আয়োজনে আছে।আর সুমধুর স্বরের কোকিল আর তার গানের দলের শামুক এক দিকে দাঁড়িয়ে তাল ঠিক করে নিচ্ছে।
আমি তাদের কোন কিছুর মধ্যেই নেই।আমাকে তারা দেখলেই খুশি হয়ে যায়।
আমি বরং ওপাশের ঝিলটার পাশে গিয়ে বসি।কিছুক্ষন বসে থাকতেই খরগোশটা এলো।
"আচ্ছা রায়া বাবুই এরও তো আজকে বিয়ে হয়ে যাবে।তোমার সে কবে নিতে আসবে তোমায়?"
আমি তার দিকে না তাকিয়ে মুচকি হেসে আমার পা দুটো জলে ডুবিয়ে দিলাম।
"কিছু বলছো না?"
আমি তাকে আমার কাছে আসতে বললে সে লাফিয়ে লাফিয়ে আমার কোলের কাছে এসে বসলো।
"আসবে তো।সে তাড়াতাড়িই আসবে।তুমি ভেবো না।"
আমি আকাশের দিকে তাকিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম।জানি সে আসবে।এই ঘন অরণ্যে কেউ যে অধীর ভাবে তার আশায় বসে আছে।এজন্য তাকে তো আসতেই হবে।আমি যে অনেকটা রাত অপেক্ষা করে আছি তার জন্য।অনেক রাত কিংবা হয়তো অনন্তকালের এই প্রতীক্ষা...     ❞

𝐔𝐩𝐝𝐚𝐭𝐞𝐝 𝐛𝐲 ApsoRa20Ya03
𝟐 𝐝𝐚𝐲𝐬 𝐚𝐠𝐨

জে-হোপ একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো,,
আজও কোন আপডেট নেই।কোথায় আছে সে..?নতুন আপডেট কেন দিচ্ছে না।
বিছানার এক পাশ থেকে আরেকপাশে গড়াতে গড়াতে সে তার কথা ভেবে যাচ্ছিল।
বেশ কিছুদিন থেকেই জে-হোপ তার লেখা গুলো পড়ে।অথরের নাম মেবি অপ্সরা।লেখাগুলো কেন যেন তাকে খুব টানে।রোজ তার আপডেটের জন্য অপেক্ষা করে ,বলতে গেলে হা করে অপেক্ষা করে।কি আছে তার লেখায় সে জানে না।কিন্তু একটা অদ্ভুত মায়া আর বিষণ্ণতা অনুভব করতে পারে তার লেখায়।সে বুঝতে পারে হয়তো সে ওই অথর কিংবা তার গল্পের চরিত্রের মায়ায় বাঁধতে শুরু করেছে।

𝐍𝐞𝐰 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 𝐟𝐫𝐨𝐦 ApsoRa20Ya03

ফোনের নটিফিকশনের আওয়াজে জে-হোপ একপ্রকার লাফিয়েই উঠলো।

***    আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি নতুন আপডেট দিতে পারছি না।আমি এখন ভেকেশনে আছি তাই কিছুদিন আপডেট দিতে পারবো।আমি আশা করছি কেউ আমাকে ভুলে যাবেন না।মিস করবো সবাইকে   ***

আহ্হ্,,,তাহলে সে ঠিক আছে।কতদিন থাকবে না সে অনলাইনে,,,!কে জানে...!
জে-হোপ কিছুটা নিশ্চিন্ত হলেও আবার কিছুটা মন খারাপও হলো তার।কিন্তু কিছু যে করার নেই।
,,সে এখনই আপডেট দিল তাহলে মনে হয় সে এখনো অনলাইনে আছে।মনে মনে ঠিক করে নিল তাকে মেসেজ দেবে।ফোন হাতে নিয়ে টাইপ করতে শুরু করলো।

"I will miss you Apsora"
এটা লিখে জে-হোপ নিজেই কিছুটা চিন্তিত হয়ে গেল। এটা লিখে কি সে কোন ভুল করলো।কিন্তু মেসেজ তো চলে গিয়েছে।

Her POV :

𝐍𝐞𝐰 𝐜𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝐟𝐫𝐨𝐦 Jhopesk94

আপডেট দেয়ার দুই মিনিটের মধ্যেই কে কমেন্ট করলো।মনে হচ্ছে যেন আমার জন্যই যেন অপেক্ষা করছিল।আমি হাসলাম।অপেক্ষা,,তাও আবার আমার জন্য...!
সাধারণত আমি তেমন একটা কমেন্ট খেয়াল করি না।কিন্তু এটা যেন দেখতে ইচ্ছা হলো।

"I will miss you Apsora"
এটা কি লিখেছে সে।আমাকে মিস করবে...!হয়তো আমার লেখা তার অনেক পছন্দ।আমিও কমেন্টের রিপ্লাই দিলাম,,
"Oh..But don't..I will come back quickly.."

ipad টা কেবল রাখতে যাব সেই সময় ভাই এলো।
"রায়া ..!"
"জি ভাই...?"
"সব প্যাকিং হয়ে গেছে..?"
"হুম প্রায়"
"তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো।কাল সকালেই ফ্লাইট"

হুম্ কাল সকালেই তো আমাদের ফ্লাইট "Bangladesh to Korea"

1.0 Sound Of His Heartbeat|JHS|Bangla FF✔️Where stories live. Discover now