পর্ব ৩৫

787 22 2
                                    

এরিককে রজার আর প্রেস্টন টেনে বের করে নিয়ে যাবার পরেও সে হাত ছাড়িয়ে আবার এসে কার্লের দুপায়ের মাঝে তার অন্ডকোষের উপর একটা লাথি বসিয়ে দিয়ে বলল, "মনস্টার্স লাইক ইউ মাস্ট বি স্টেরেলাইজড ! ( তোর মত জানোয়ারগুলোকে নির্বীজকরন করা উচিত ! )"
কার্ল পড়ে অজ্ঞান হয়ে গেল |
এরিকের মারের চোটে কার্লের একটা হাত ভেঙে কম্পাউন্ড ফ্র্যাকচার হল, অন্যহাতের তিনটা আঙুলের ফ্যালাংস গুড়িয়ে অকেজো হয়ে গিয়েছে, পিঠের মেরুদণ্ডের দুটো হাড় সরে গিয়েছে আর বাঁপায়ের হাটু ভেঙেছে ! এছাড়া তার শুক্রাশয়ে মারাত্মক আঘাতে জখম হয়েছে |
মেলিসা আর কেভিন অনেক চেষ্টা করল এরিকের নামে অনধিকারপ্রবেশ, ভাংচুর ও প্রাণনাশ চেষ্টার অভিযোগ দায়েরের | কিন্তু এরিকের এলিবাই ( অন্যত্রস্থিতি ) পোক্ত ও নির্ভরযোগ্য হওয়ায় আর তখন দোকানে বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরায়ও কিছুই নেই তাই কিছুই প্রমান হলনা এরিকের বিরুদ্ধে |

ম্যাডিসন মেলিসার প্রেমিক কেভিনের ভাই কার্লের কাছে হয়রানির শিকার হচ্ছিলো | কিন্তু সে তার মা বা কেভিন কারো কাছে কোন সাহায্য পাচ্ছিলো না |
কার্ল একজন পেডোফিলিক ( শিশু যৌনশোষক ) আর রেজিস্টার্ড সেক্স অফেন্ডার হবার সত্ত্বেও মেলিসা তাকে কেভিনের অনুরোধে ঘরে ঠায় দিয়েছিল | বেশ কিছুদিন ধরেই ম্যাডিসন কার্লের ব্যবহারে অস্বস্তিতে ছিল | কিন্তু গত একসপ্তাহ কার্ল অনেকবেশি সাহসী হয়েছে তার ব্যবহারে ম্যাডিসনের মা মেয়ের কথা বিশ্বাস না করায় |
কার্ল প্রায়ই আদরের ছলে ম্যাডিসনকে খারাপভাবে স্পর্শ করত | ম্যাডিসন তার মাকে জানায় সেটা | মেলিসা কার্লকে এনিয়ে প্রশ্ন করলে কার্ল কেভিনকে জানায় | মেলিসা কেভিনকে অসন্তুষ্ট করতে চায়নি | কার্ল যখন দেখল মেলিসা আর গুরুত্ব দেয়নি তখন কার্ল ম্যাডিসনকে বলে যে এসব যদি ম্যাডিসন অন্য মানুষকে বলে তো তারা ম্যাডিসনকেই খারাপ আর নোংরা ভাববে |
ম্যাডিসন ঘর থেকে পালানোর আগের রাতে কার্ল সবাই ঘুমানোর পর ম্যাডিসনের ঘরে আসে | ম্যাডিসন দরজার লক লাগিয়ে ঘুমাচ্ছিলো তাই কার্ল দরজার লক মাস্টার কি দিয়ে খোলার সময় ম্যাডিসন উঠে পড়ে ও তার ক্লজেটে গিয়ে লুকিয়ে যায় | কিন্তু রেহাই পায়না | কার্ল খুঁজে বের করে তাকে | ম্যাডিসনকে টেনে কোলে উঠিয়ে নিয়ে গ্যারেজে চলে যায় যাতে তার চিৎকার কেউ না শোনে | কিন্তু বিপত্তি হল বাইরে এসেই | পাশের বাড়ির কুকুরটা প্রায়ই এবাড়িতে দুইবাড়ির মাঝের বেড়ার ফাটল দিয়ে এসে পড়ে | সে সেরাতেও এসেছিল | কুকুরটা তাড়া করলে কার্ল ম্যাডিসনকেসহ হোঁচট খেয়ে পড়ে যায় | তখনই ম্যাডিসন উঠে দাঁড়িয়ে বাগানে পানি দেবার হোসপাইপ দিয়ে কার্লের মাথায় আঘাত করে পালিয়ে যায় বাড়ি থেকে | সারারাত সে ওই পাশেরবাড়ির কুকুরের ঘরে বসে ছিল | সকাল হতেই যখন কুকুরকে চেনে বাধা হল সে বুঝল আর নিরাপদ নয় সে কারন তার গতরাতের চতুস্পদ রক্ষক দিনে শিকলবন্দী থাকে | তাই পালিয়ে গেল সে ! এরপর সকালে এক মহিলা হটডগ ভেন্ডার এত সুন্দর একটা বাচ্চাকে ভুক্ত দেখে একটা হটডগ খেতে দেয় | এরপর সে রোজ জেনার নামক ওই মহিলাটির গাড়ির জানালায় আসে সাহায্যের প্রত্যাশায় |

মেঘের আলোয়Where stories live. Discover now