পর্ব ৩৪

Start from the beginning
                                    

"ওকেই মাই সোয়ান ( রাজহংসী ) ! আর বলবোনা !"

আলিজা সাদা পোশাক পড়লেই এরিক তাকে রাজহংসী ডাকে !

আলিজা এরিকের গালে আলতোকরে টোকা দিয়ে বলল, "ধন্যবাদ ডিয়ার হাসবেন্ড !"

"এজন্যই ড্যাড তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে |"

এরিকের সাথে তার বাবা রজারের বারো বছরের পুরোনো মনোমালিন্য আলিজা তার সাথে এরিকের বিয়ের পর মিটিয়ে দুজনের সমঝোতা করে দিয়েছে |

রজার সত্যিই তার তিন পুত্রবধূর মধ্যে আলিজাকে সবচেয়ে বেশি ভালোবাসেন | তার কাছে সে তার মেয়ে নিনার চেয়ে কিছু কম নয় | রজার এখন এরিকের সাথেই থাকে | এরিকের মেয়ে ম্যাডিসন আর ছেলে এইব্রাহামকে সে দেখাশোনা করে | রজার বয়েসেই শুধু বৃদ্ধ কিন্তু শারীরিকভাবে সে শক্তসমর্থ আর সুস্বাস্থ্যের অধিকারী | তার প্রাক্তন সামরিক জীবন আর রণশৈলী প্রশিক্ষণ এর কারন | রজার থাকায় এরিক খুবই নিশ্চিত | কেননা এরিক বাইরে থাকলে তাকে চিন্তিত থাকতে হত আগে আর এখন রজার দেখে রাখে তার পরিবারকে | রজার খুব ভালো মার্কসম্যান আর সে মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট | কাজেই রজারের উপস্থিতিতে কোন ক্ষতিই তার লিজ, ম্যাডি বা এইবের কেউ করতে পারবেনা |

রজার এখন ধীরস্থির গৃহী | সে বাগান করে, একটা বিড়াল আর কুকুর পালে দুটো | ২৬টা খরগোশ, গিনিপিগ, চিনচিলা ও একটা এলপাকা পালে | সমস্যা হল বাংলাদেশে এসে তার কালো ছাগল খুবই পছন্দ হয়েছে ! সে একজোড়া নিয়ে যেতে চায় | কি সুন্দর মিশকালো লোমশ প্রাণী আর কত ভালো পোষ মানে ! তার ধারণা এরা খুবই ভালো থাকবে তার কাছে | নিতে চাইলেও পারছেননা কারন এরিক দেবেনা নিতে |

এরিক তাকে জানিয়েছে, "বাবা আমার ঘর ওটা, চিড়িয়াখানা না যে তুমি এসব পশু দিয়ে ভরিয়ে ফেলছো !"

এখনও রজার আশায় আছে যে আলিজা হয়ত রাজি করবে এরিককে | রজারের ধারণা 'এলিজ' তার ড্যাডকে নিরাশ করবেনা হয়ত !

আইলান আরেকটা সিগারেট ধারালো |

আলিজা বলল, "ভাইয়া এখন নিচে যাওয়া দরকার | অনেকক্ষন হল ভাবি একা বসে আছে |"

মেঘের আলোয়Where stories live. Discover now