part 3

145 5 0
                                    

৩.

"উফ্....মোবাইলটা রেখেই চলে আসলাম..... কীযে করি না আমি।"

"কিরে কি হয়েছে?"

" মোবাইলটা দোকানে ফেলে এসেছি।"

"দোকানে একবার ফোন করে খোঁজ নেতো।"

দোকানে খোঁজ নিয়ে দেখলাম। তারা বলল তারা একজন কে ফোনটা নিয়ে দেখেছে । তার মানে মোবাইলটা চুরি হয়েছে। মাকে বললাম।

"সেকি.... তোর মোবাইলে একটা ফোন করে দেখতো।" আনাফ ভাইয়া বলল।

"হুম"

আমি আম্মুর মোবাইল থেকে আমার মোবাইলে ফোন করলাম।

ফোনটা কেউ একজন প্রায় সাথে সাথেই রিসিভ করল। তার সাথে কথা হলো। উনি আমাকে রায়হান ইন্ডাস্ট্রিস এর ধানমন্ডির অফিসে যেতে বলেছেন। মনেহয় উনি সেখানে কাজ করেন.....

"স্নিগ্ধা শোন, একটা ছেলেপক্ষ কালকে তোকে সন্ধ্যার দিকে দেখতে আসবে। তোর আব্বুর বন্ধুর ছেলে।"

"ও.... সেই জন্যেই কি আজকে শপিং এ যাওয়া?"

" বলতে পারিস, তাই কিছুটা।"

"এই পর্যন্ত কতগুলো ছেলে আসলো আমাকে দেখতে । একজনকেও পছন্দ হয়েছে? হয় নি তো। এটাও হবে না।"

"দেখা যাক....পছন্দ না হলে না করে দিবি। প্রেম টেম কর। কোনো ছেলে নিজে পছন্দ করে আমার সামনে দাড় করা না , বাপু। নিজেও পছন্দ করতে পারিস না আমার পছন্দও পছন্দ হয় না।"

"প্রেম টেম করবো? আচ্ছা কালকের জনকে পছন্দ না হলে আমি প্রেম করা শুরু করে দিবো।"

"প্রেম করবি তুই? হাসালি।"

"কেনো ছোট মা? তোমার মেয়ে এতটাও নিরামিষ না।" হঠাৎ করে আনাফ ভাইয়া বলে উঠলো।

আনাফ ভাইয়া আমাদের বিল্ডিংএ থাকেন। আমার ভাইয়ের মতোই। আমাদের ফ্যামিলির সাথে তার খুব ভালো সম্পর্ক।

"আমার মেয়ে নিরামিষ না?"

"না, ছোট মা।"

"ও  প্রেম টেম কিছু করছে নাকি? তুই কিছু জানিস নাকি রে?"

"ছোট মা তোমার মেয়ে প্রেমের ব্যাপারে নিরামিষ সেটা ঠিক । কিন্তু ভালোবাসতে জানে।"

একটা গোপন কথা ছিল বলবারWhere stories live. Discover now