part 2

184 5 0
                                    


২.

"মা.....তোমরা যাও না.... আমাকে কেনো টানছো? অর্পি তো আছেই তোমাদের সাথে।"

"না.... তোকে ও যেতে হবে আমাদের সাথে।"

"ধ্যাত...মা আমার অফিসে কাজ আছে। অফিসে যেতে হবে।"

পাশ থেকে অর্পি বলল, " হ্যাঁ.... যতেই হবে মা.... আছে না ওর সোহা...."

"থাপ্পড় খাবি কিন্তু একটা । কথা খুঁজে পাস না?" আমি রেগে গিয়ে বললাম।

মা হেসে বলল, "ও কি ভুল বলছে রে? মেয়েটাকে তো সব জায়গায় নিয়ে যাস।"

"সেটা তো মা কাজের জন্য। কখনো দেখেছ কাজের বাইরে অন্য কোনো পারসোনাল কথা ওর সাথে বলতে? কেনো যে তোমরা ওকে নিয়ে আমার পিছনে পরো।"

"আচ্ছা এসব টপিক ছাড়... যা না বাপু রেডি হয়ে নে......" বলল।

"আহাহাহা.....যাও ভাল্ লাগে না। উফ্....."

"যাও.... মুহূর্ত বাবা...." অর্পি আমার সাথে মজা করে বললো।

"যাচ্ছি" বলে অর্পিকে ধমক দিলাম।

সবাই আমার ধমকে জোরে হেসে দিলো। সার্ভেন্টরা সহ। আমি শুধু রাগী চোখে ওদের দিকে তাকিয়ে রুমে চলে আসলাম। আমার এক নজরে সবাই চুপ। হাহা.....

একটা ব্লু কালারের টি - শার্ট পড়লাম। সাথে অভিয়াসলি লাইট ব্লু কালারের জিন্সের প্যান্ট। হাতে হাত ঘড়ি।

"আম্মু.... চলো। এই অর্পি চল...."

"চলো"

ড্রাইভ করে ওদের বসুন্ধরায় নিয়ে আসলাম।

"মা.... তোমরা কেনাকাটা করো আমি একটু মাহিনদের বাসায় গেলাম। কেনাকাটা শেষ হলে আমায় ফোন দিও। তোমাদের পিক আপ করতে আসবো, ওকে?"

"এই দাড়া দাড়া ভাইয়া....তোকে কি চলে যাওয়ার জন্য নিয়ে আসছি?"

"মানে? আমাকে এখন তোদের সাথে পুরা মল ঘুরা লাগবে?"

"ইয়েস,my son"

"এসবের মানে কি , মা.....?"

"চল না আমাদের সাথে , ভাইয়া....."

"না আমি পারবো না...."

"প্লিজ ..... প্লিজ প্লিজ প্লিজ ভাইয়া.....আমার লক্ষ্মী ভাইয়া প্লিজ প্লিজ।"

একটা গোপন কথা ছিল বলবারWhere stories live. Discover now