গন্তব্য

9 2 0
                                    

নিবিড় বনানী ভেদ করে ছুটে চলে সে।
মেঘেরা ঘিরে রেখেছে আকাশ।
না, মেঘ তো নয় ওগুলো;
গাছের পাতা।
এতটুকু-ও আকাশের দেখা নেই,
শুধুই গাছ আর পাতাদের মেলা।
আরো জোরে দৌড়াতে হবে, লক্ষকেন্দ্র
যে বহুদূর।
সমুদ্রের পাড়ে পৌঁছায় যখন,
তখন সন্ধ্যে।
সাগরের স্নিগ্ধ জলে ধুয়ে যায়
সমস্ত ক্লান্তি।
পা-দুটো জলে ডুবিয়ে বসে থাকে
বহুক্ষণ.... সারারাত।
কোমল বাতাসের ছোঁয়ায় মেয়েটার
চোখ দুটো বুজে আসে, হয়তো
ঘুমিয়ে পড়েছে।
সমুদ্রের বুক-চিরে উঠে আসছে
একদল নারী।
তাদের ভাববিনিময়েই হয়তো বাতাসে
ছড়িয়ে পড়েছে মৃদু গুঞ্জন।

আলোর গন্ধে ঘুম ভাঙে বালিকার।
মাথার অবিন্যস্ত চুলের গোছায়
হাত দেওয়া মাত্রই,
কোলে খসে পড়ে অদৃশ্য রাজমুকুটের
দু-একটা ফুল।
সে নব-রবির দিকে তাকায়।
প্রাণভরে শুষে নেয় টাটকা রোদের আভা।

রাজহংসীদের গান Where stories live. Discover now