যা কিছু শিখতে পারিনি

24 2 0
                                    

উন্মুক্ত আকাশের গায়ে বাঁচা ভালবাসাগুলোও একদিন থিতিয়ে আসে। ভয়ে নিজেকে গুটিয়ে নিই। প্রাচীরের আড়ালে স্বপ্ন ভাঙি। যাদের থেকে গুটিয়ে নিতে পারিনি তারা আরো বেশি বেশি করে বুঝিয়ে দেয় কতটা অবহেলার যোগ্য আমি। চোখভরা স্নেহ অনর্গল ঝরতে থাকে অশ্রুসম স্রোতে। আমি মানুষের থেকে দূরে চলে যেতে চাই। যাদের ভালোবেসেছি তাদের থেকে পরিবর্তে যা কিছু পেয়েছি যত্ন করে রেখে দিই। অপমান কিভাবে ফিরিয়ে দিতে হয় আমি শিখতে পারিনি।।

রাজহংসীদের গান Donde viven las historias. Descúbrelo ahora