#২৫

498 14 0
                                    

#আলোছায়া
#নাইমা_জাহান_রিতু
#পর্ব_২৫

"আই ফিল ফর হিম.. বাট নেভার ওয়ান্টেড টু ব্রেক আপ দেয়ার রিলেশনশিপ। এন্ড আই নেভার ওয়ান্টেড হিম ইন মাই লাইফ আফটার হিস ম্যারিজ। আই সোয়ার.."
ইভনার ভাবমূর্তি ক্রমশ খুশি থেকে দুঃখের দিকে ধাবিত হচ্ছে বুঝতে পারায় প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলো লিমন। তবে ইভানার তাতে সামান্যতম আগ্রহ না দেখানোয় হতাশ হলো সে। বুকচিরে বেরিয়ে আসা গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে দৃঢ় গলায় বললো,
"তোর এখন নিজেকে নিয়ে ভাবা উচিৎ.. লাইফে এগিয়ে যাওয়া উচিৎ। ইউ ডিসার্ভ সামওয়ান বেটার মাই গার্ল।"
ম্লান হাসলো ইভানা। হাতে থাকা কোকের গ্লাসটি টেবিলে রেখে আরাম করে সোফায় বসে বললো,
"ভাবছি.. তাছাড়া আমিও চাইনা আমাকে নিয়ে মেসবাহর সংসারে অশান্তি হোক, ঝামেলা হোক। আসলে দোষটা উল্লাসীকেও দেয়া যায়না। দোষ আমাদের সোসাইটির। হয়তো আমি ম্যারিড হলে উল্লাসী এতটা ইনসিকিউর ফিল করতো না।"
"তাহলে কি তুই বিয়েটা উল্লাসীর ভাবনা পালটাতে করতে চাস?"
আবারও ম্লান হাসলো ইভানা।
"না.. এতগুলো বছর একা পাড় করার পর এখন মনে হয় পাশে একজনকে দরকার৷ খুব করে দরকার.. যাকে পাশে বসিয়ে মনের দুঃখকষ্ট সবটা বলা যাবে নিঃসংকোচে।"
"স্বামীকে বলবি মনের লুকানো প্রেমের কথা? এত উন্নত চিন্তাধারার মানুষ এই সোসাইটিতে আছে?"
"নেই?"
একমুহূর্ত ভাবলো লিমন। পাশ ফিরে তাকিয়ে হাতের ইশারা করে বললো,
"ডক্টর আরফান মাহবুব। কার্ডিওলোজিস্ট.. তোর হৃদয়ের রোগ সারাতে সফল হলেও হতে পারে!"
ঘাড় ঘুরিয়ে আধাপাকা আধাকাচা চুলের ফর্সা বর্ণের আরফান মাহবুবকে দেখে আবারও কোকের গ্লাসটি হাতে নিল ইভানা। অনুরাগী গলায় বললো,
"সাথের বাচ্চা মেয়েটি কে?"
"উনার মেয়ে.. ভাবি মারা গেছেন একটা রোড এক্সিডেন্টে বছর তিনেক হলো।"
"তারপর আর বিয়ে করেনি?"
"করলে তোর রোগ সারানোর দায়িত্ব তাকে দিতে চাইতাম?"
ঘাড় নেড়ে উদ্বিগ্ন স্বরে ইভানা বললো,
"হু.. আমাদের চিন্তাধারার এবার পরিবর্তন করা উচিৎ। চল.. পরিচয় করিয়ে দে।"
সোফা ছেড়ে উঠে দাঁড়ালো লিমন। হালকা কেশে পা বাড়ালো ডাইনিংয়ের দিকে। আজ তার জন্মদিন। এই দিনেই সে আলো দেখেছিল পৃথিবীর। আবার এই দিনেই প্রথমবারের মতো কোনো মেয়ের প্রেমে পড়েছিল সে। মেয়েটি সেদিন নীল শাড়ি পরে এসে দাঁড়িয়েছিল তার সামনে। হৃদয় ক্ষতবিক্ষত করে ঠোঁটের কোণায় হাসির রেখে নিয়ে বলেছিল, আজ নৌকাভ্রমণ করবো বলে শাড়ি পরে এলাম। তোরা দুজনে দেখ তো আমায় ঠিকঠাক লাগছে কিনা! উত্তরে মেসবাহ মাথা নাড়ালেও সে বলতে পারেনি কিছু। সেই কি ছিল তার সর্বনাশের শুরু?

আলোছায়া Where stories live. Discover now