বিবিধ (১)

15 2 0
                                    

বেক্কল আলী ও আক্কল আলী এর বাবার মামাতো ভাইয়ের পিসতুতো বোনের ভাগনির চাচার দাদির ভাইয়ের ভাতিজি এর ছেলের যে চাচাতো ভাই, তার নাম রামু বাবু। বেক্কল আলী ও আক্কল আলী তাঁকে ডাকে রামু কাকা। রামু বাবু খুব যুক্তিবাদী মানুষ। কোনো কিছু না জানলেও যুক্তি দিয়ে ঠিক মিলিয়ে ফেলেন। তার একটা ছোট্ট নমুনা_

একদিক আক্কল আর বেক্কল আলী ইংরেজি পড়তে বসল। একটা শব্দার্থ তারা কিছুতেই মনে করতে পারছে না।

বেক্কল আলী : আচ্ছা রামু কাকা, Kidnapper শব্দের  অর্থ  কী?

রামু বাবু : ইয়ে.... মানে......  ইয়ে আর কি।

আক্কল আলী : ঐ ইয়ে টা ঠিক কিয়ে  রামু কাকা?

রামু বাবু : আরে যে Kidnap করে সেই Kidnapper.

বেক্কল আলী : তাহলে, Kidnap অর্থ কী কাকা?

রামু বাবু : আহা, বাছা আমার!! এতো খুব সোজা!  Kidnap এ দুইটা শব্দ, Kid আর Nap. Kid মানে ছোট শিশু আর Nap মানে ঘুম। 

আক্কল আলী : ও। তার মানে Kidnap অর্থ ছোট বাচ্চাদের ঘুম পাড়ানো।

রামু বাবু : গুড!! এজন্যই তো বাপ-মা তোর নাম আক্কল আলী রেখেছে। 

~ প্রাপ্তি

প্রহসনWhere stories live. Discover now