A Deal Love Story

59 10 12
                                    

A Deal Love Story


- দোস্ত, তুই সিরিয়াসলি ঐ গাঁজাখোর টাইপ দেখতে ছেলেটার জন্য কাঁদছিস? তুই জানিস, তনিমা, ওই ছেলেকে তোর পাশে মোটেও মানায় না। কেমন এক হ্যাংলা-পাতলা দেখতে..... আর তুই নাকি কাঁদছিস তার জন্য!!!

তনিমা চোখের জল মুছতে মুছতে বললো,
- তুই বুঝবি না রে, এসব প্রেম-টেমের ব্যাপার। ও কেন গতকাল ওভাবে হেসে হেসে ঐশীর সাথে কথা বললো? ও জানে না, ওকে আমি অন্য কারো সাথে সহ্য করতে পারি না?।

বলেই আবার কান্না শুরু করলো তনিমা। তনিমাকে কাঁদতে দেখে ওর বেস্ট ফ্রেন্ড- অহনা বলল,
- হ্যাঁ রে। ঠিক তেমনই আমারও ওর সাথে তোকে সহ্য হয়না। কোথায় তুই সুন্দর, নম্র, ভদ্র আর মিষ্টি একটা মেয়ে, আর কোথায় ঐ ছেলে। বাদরের গলায়ও মুক্তোর মালা ভালো লাগে, কিন্তু তোর সাথে ওকে কোনভাবেই মানায় না রে। ব্রেকআপ হয়েছে, ভালো হয়েছে। এখন দেখিস ওর থেকেও সুন্দর কাউকে পাবি।

অহনার নীতিবাক্য শুনে তনিমা আরও জোরে জোরে কান্না শুরু করে দিল। তনিমা বলল,

- তুই তো কোনোদিনই প্রেম করিস নি। কিভাবে বুঝবি এই কষ্ট? আর তোর তো কোনোদিনই অঙ্কন কে পছন্দ ছিল না। তাই এভাবে বলছিস......কিন্তু আমি তো ভালোবাসতাম.........আর তুই কেন ওকে বাদরের সাথে তুলনা করলি....?

বলতে বলতে আবার কেঁদে ফেলল তনিমা। অহনা কিছুটা বিরক্ত। ও বুঝেই পাচ্ছে না তনিমা ওই অঙ্কন ছেলেটার মধ্যে দেখেছে কি? পাতলা, ছিপছিপে গড়নের একটা ছেলে। তালগাছের মতো লম্বা। কোনোদিক দিয়েই অহনার ওকে ভালো লাগে না। অহনা বলল,

- ঠিকই বলেছিস রে। আমার ওকে কোনোদিনই পছন্দ ছিল না। কথায় আছে, "আগে দর্শনদারী, পরে গুণবিচারী"..... প্রথম দর্শনেই তো খাঁটি বাংলায়- "ক্ষ্যাত" টাইপের লাগছিল ওকে, গুণাগুণ বিচার করে আর কি হবে?

তনিমা কেঁদেই যাচ্ছে.......................

অহনা আর তনিমা দুই বেস্ট ফ্রেন্ড। সেই ক্লাস টু থেকে আজ তনিমার বিয়ের দিন পর্যন্ত প্রতিটা মুহূর্তে ওর সাথে থেকেছে অহনা। হ্যাঁ, আজ তনিমার বিয়ে। অঙ্কনের সাথে না। অন্তিক নামক এক বড় মাপের ব্যবসায়ীর সাথে। সেই টিনএজ রিলেশনশিপের ইতি ঘটেছিল ক্লাস টেনেই। এরপর কলেজ পরিবর্তন, ভার্সিটি লাইফ- মোট মিলিয়ে কখনো অঙ্কনের কথা মনেই পড়েনি কারো। কিন্তু প্রিয় বান্ধবীটিকে আজ রঙিন শাড়িতে বিয়ের কনের সাজে দেখে স্মৃতির মলিন পাতাগুলো যেন পুনরায় প্রাণ ফিরে পেল অহনার মনে। একে একে মনে হতে লাগলো স্কুলে দুজনের একসাথে একই বেঞ্চে বসা, একসাথে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো, কানামাছি খেলার মতো অজস্র সব স্মৃতি.........

ভালোবাসার অংশবিশেষWhere stories live. Discover now