সাতকাহন

4 0 0
                                    

বইয়ের নামঃ সাতকাহন
লেখকঃ সমরেশ মজুমদার
রেটিংঃ 👩‍🎓👩‍🏫👩‍⚖️👩‍🌾👩‍🍳

"এই দেশে যারা শুধু আদর্শ নিয়ে থাকে সময় কখনোই তাদের কোন প্রতিদান দেয় নি। "-- সাতকাহন, সমরেশ মজুমদার

সারসংক্ষেপঃ
———————
আত্মসম্মান ব্যাপারটা এ যুগ বলুন আর সে যুগ বলুন সবসময় কন্সট্যান্ট এর মতো থাকে।  যেটা পারসোন টু পারসোন ভেরি করে। কোথাও তা সুপ্ত অবস্থায় থাকে,  কোথা তা প্রত্যক্ষভাবে দেখা যাবে।  আত্মবিশ্বাস,আত্মসম্মান জন্মগত ভাবে আসে না। একটা মানুষের বোঝার বয়সের পর বিভিন্ন ভাবে সে তা নিজের মধ্যে ধারণ করে। অবশ্যই তা তে পরিবারের অবদান আছে।  কারণ একটা মানুষের মধ্যে আত্মসম্মানের কীট ঢুকে গেলে সে এই বিশ্ব ভ্রমান্ডের খুব কম জিনিসকে ভয় পায়।  আর অপছন্দনীয় সবকিছু ছেড়ে দিতে দ্বিধা বোধ করে না। তবে আমরা মানুষ জাতি যতই বলি, আমরা একাই একশ।  কিন্তু আদৌ একা থাকা সম্ভব কি? মানুষ স্বভাবতই সামাজিক জীব। সমাজে বসবাসে অভ্যস্থ সমাজের মানুষ দের নিয়ে।  কয়েকজন মিলে পরিবার গঠনে আমরা অভ্যস্ত। রক্তের বন্ধন, মনপর বন্ধন তৈরি করতে অভ্যস্ত।  মানব জাতি মূলত অভ্যাসের দাস।  তাই হাজার ঠোকর খাওয়ার পর কষ্টের পর ও, নিজে পুনরায় দাঁড়ানোর পর ও, নিজেকে আত্মসম্মান বোধ সৃষ্টি হওয়ার পর ও আমরা বন্ধন তৈরি করি।  কিন্তু এই সামাজিক সম্পর্ক গুলো কাজ গুলো করার সময় কখনও ই আত্ম সম্মানের বিসর্জন দেওয়া শোভনীয় কিছু নয়। সমরেশ মজুমদার তার " সাতকাহন" উপন্যাসের মাধ্যমে আত্মসম্মানবোধ এ ভরপুর এমন এক তরুণীর কথা বলেছেন।

উপন্যাস সাতকাহন। এ উপন্যাসের মাধ্যমে লেখক  দীপাবলী বন্দোপাধ্যায় নামে দশ বছরের একটি মেয়ের সংগ্রামী জীবনকে তুলে ধরেছেন।

উপন্যাসটি শুরু হয় পুরোনো সংস্কৃতিতে মেয়েদের নিয়ে তৈরি বিভিন্ন বাধা ধরার নিয়ম দীপার উপর চাপিয়ে দেয়ার মাধ্যমে। ষাটের দশকে যে সময় ১০ বছরের পর মেয়েদের ঘরে বসে বিয়ের প্রস্তুতি নেওয়ানো।  দীপা সে সময় তার দুই ছেলে বন্ধুর সাথে ঘুরে বেড়াত।  যা তখনকার সমাজের তথাকথিত বড়দের চোখে লেগে যায়। এবং সেই ছোট দীপাকে দমানোর জন্যে এগার বছর বয়সে তাকে বিয়ের পিঁড়ি বসিয়ে দেওয়া এক অসুস্থ বরের সাথে। এবং ফলসরূপ বিয়ের দুদিনে সে বিধবা হয়ে। তখনও সমাজের তথাকথিত বড়দের জন্যে যে বয়সে সে বিয়ের অর্থ ই বুঝত না। সে বয়সে বিধবার সকল নিয়ম পালন করত। আচ্ছা, দিপাবলি কি সমাজের এই কঠোর নিয়ম এর তালা ভেঙে সামনেরদিকে অগ্রসর হতে পারবে?  নাকি বাকি দশজনের মতে নিজেকে দমিয়ে ফেলবে? দিপা কি পুনরা তার সংসার জীবন শুরু করতে পারবে?

Book reviews 📚📚Where stories live. Discover now