বদলে যাওয়া দেশ

47 1 0
                                    

ভাবতে অবাক লাগে, কেমন করে বদলে গেলো আমার প্রিয় মাতৃভুমির সন্তানরা। অপরাধী যখন একটা নির্দিষ্ট ধর্মের হয়, তখন বিবেকের বাচ-বিছার হারিয়ে তাকে শেল্টার দিতেই উঠে পরে একধরনের ন্যারো চিন্তা-ধারার লোকরা। তাতেই বুঝা যায়, এদের ব্রেইনওয়াশ করে কেমন করে ব্রেইনফ্রি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখা মেলে এদের। কিন্তু বিগত দু-তিন ঘটনায় এদের অপরাধীর পক্ষালম্বনে মিছিল আর একটা নির্দিষ্ট স্লোগান দেখে, মানবিকতাহীন সমাজের ভবিষ্যৎ চিন্তা করে কেপে উঠি। এই দুনিয়ার আর কোথাও এরকম হতে শুনি নি কখনো। এতো হিংসা অন্তরে থাকলে কখনো শান্তি পাবে না গো ভাই। হিংসার দহনে অন্যের বাহ্যিক ক্ষতি করলে ও নিজের আত্মার বিরাট ক্ষতি যে করছ অজ্ঞাতসারে, তা বুঝবে একদিন। কোনদিনও শান্তি পাওয়া যায় না অন্তরে হিংসা নিয়ে। এছাড়াও সন্দেহবাতিক রোগে ভোগবে সর্বক্ষণ। আমরা এতো বছর মিলেমিশে বড় হলাম, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি এমন বদলে যাওয়া অনভিপ্রেত।

আমরা কি আবার আগের মতো চলতে পারি না?

নিজের ভাই ও যদি অপরাধী হয়, আমরা কি তার প্রতিবাদ করতে পারি না?

কেন শুধু জাতী-ধর্মের বেড়াজালে সীমাবদ্ধ করব মানবিকতা?

সর্বোপরি, আমরা কি আগে মানুষ হতে পারি না?

আবেদনে,
ইকবাল চৌধুরী

#Humanity_First

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 16, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

নগ্ন জীবনWhere stories live. Discover now