চলেছি মৃত্যুপথে

78 4 5
                                    


জীবনে এতো কষ্ট করে মোরা সহ্য,
চলেছি মৃত্যুপথে।
হঠাৎ করে কার যে কবে,
যাবে পা ফস্কে।
হয়ে যাবে সব স্তব্ধ,
চিরদিনের জন্য।
পথটা শুধু রবে চেয়ে,
নতুন পথিকের তরে।
এক এক করে,
টানবে মৃত্যুখাদে।
বোকা মোরা বুঝিনা,
জীবনের হিসাব মিলাই না।
তাই তো এতো হিংসা-দীর্ন,
জীবনকুল বিপন্ন।
বুঝি না মোরা,
করে কিসে ভরসা।
একে অন্যে যাই লড়ে,
কোন মোহজালের আকর্ষনে?
এক ভাই আহ্লাদে নাচি,
অন্য ভাইয়ের ধ্বংস দেখি।
শত্রুভাবাপন্ন মন এমন,
হলো কিসের কারন?
মানুষ হলো সভ্যজাতী,
আমরা সবাই দাবী করি।
কিন্তু এ কেমন সভ্যতা?
ভাইয়ের হাতে ভাই মরে, বোনসম হয় ধর্ষিতা।
প্রতি মুহুর্তে কত রক্তস্রোতে,
মোদের হাত নেই রঙিয়ে।
বিধির নিয়মে যত না লোক মরে,
তার চেয়ে বেশি মরে মোদের হাতে।
ভাবতে অবাক লাগে,
বোঝে ও অবুঝ মোরা হই কেমনে?
আমরা সবাই জানি,
একদিন যেতে হবে ছাড়ি,
এ পৃথিবীর মায়া-মমতা হিংসা-দীর্নতা,
তবে কেন একটু শান্তিতে থাকতে পারি না?

নগ্ন জীবনWhere stories live. Discover now