বারাসাতের ধর্ষন-কান্ড

482 8 6
                                    


বারাসাতের কলেজ ছাত্রীটি
কি অপরাধে অপরাধী
কেউ কি আমায় বলবে
শুধু মেয়ে হয়েছে বলে ?
বিকৃতকামীদের শিকার
হবে তারা বারবার
এ কেমন সমাজে আছি আমি
কাদের সাথে জীবন চলি
কত স্বপ্নের জীবনখানা
মুহূর্তমাঝে হারিয়ে দিল মেয়েটা
সকালে বেরিয়েছিল পরীক্ষা দিতে
ও কি জানত কি হবে বিকেলে
পাষাণ দলের বিকৃত মানসিকতা
ছিনিয়ে নিবে নারীত্ব আর জীবনখানা
ছিঃ...... ধিক্কার এই সমাজে
যারা প্রশ্রয় দেয় এদেরকে

ভাবতে অবাক লাগে
কত পাষাণ আর হিংস্র হলে
এমন অসভ্যতা কেউ করতে পারে
মেরে ধরে অজ্ঞান করে
ধর্ষণ করে জনে জনে
প্রমান লোপাটের তরে
দু'পা ধরে ছিড়ে ফেলে
জ্যান্ত মেয়েটাকে
কয়েক মুহূর্তের উল্লাসের জন্য
মানব সমাজে লাগিয়ে দেয় কলঙ্ক
ধিক, ধিক এই নর-পিশাচদেরে
গা জ্বালা করে যাদের কথা শুনিলে
শাস্তি চাই, চরম শাস্তি এই সাতজনেরে
যা দেখে সাহস হারাবে
এদের মতো আর যারা আছে
মোদের চারপাশে......

( বিদ্রঃ বারাসাতের কামধুনিতে ঘটা এই ঘটনা আর এর পরবর্তী ঘটনাসমূহ পশ্চিমবঙ্গের ইতিহাসের অন্যতম এক কালো দাগ )

নগ্ন জীবনWhere stories live. Discover now