আদিম ভালোবাসা

405 1 3
                                    

সৈকত তার ভাগ্যকে আজ বিশ্বাস করতে পারছেনা কিছুতেই। কোন স্বপ্নই হয়ত দেখছে সে…

হা করে তাকিয়ে আছে- সে যেন কামনার এক অফুরন্ত খনি। টুকটুকে ফরসা না হলেও যথেস্ট বলা চলে। ভরাট চোখ এবং টসটসে গাল আর পুরা ফেইসকে নিয়ে ঠোট গুলাকে বলা যায় ঠিক যেন প্লেন ভ্যানিলা পেষ্ট্রি র উপরে ২টা লাল টুকটুকে চেরী ফলের স্লাইস। সাদা রঙ এর ফতুয়াটা তার শরীর কে অহেতুক বাধার চেষ্টা করতেসে। পাতলা ওড়না তো দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ।মৃদু আলোয় ঠোটের লিপস্টিক গ্লেস মারছে।ওরনার দুই পাশে ফুলে ওঠা স্তনের ভাজ, কোমরের কিছু উপরে জমা হউয়া মেদ ফতুয়ার উপরে যে ঢেউ তৈরী করেছে সেখানে সারফিং করার জন্য সৈকত এর বাড়া নিজ পায়ে খারা।

আপুঃ কী খাবা?
সৈকতঃ
হে কামিণী…
বেধেছ মোরে এই কোন অভিশাপে?
ভুলন্ঠিত আজ বিবেগ আমার,
তোমার দেহের সহস্র লোমকুপে!!!
আমার কল্পনায় তুমি অনাবৃত
ঢেউ খেলাও ওই দেহবল্লবে,
শক্ত হওয়া যৌবন আমার বিচরিতে চায়
তোমার সকল শাখাপল্লবে……
স্ব রসে……!!!
আপুঃ মানে?
পলকঃ কী বল?
সৈকতঃ কোক খাব।
আপুঃ ২ টা আইস্ক্রিম এবং ১ টা কোক।(ওয়েইটারকে অর্ডার করল)
এলেনা ও পলক আইস্ক্রিম নিল এবং সৈকত ইচ্ছা করেই একটি কোক নিল।

Serving এর পর, সৈকত বলল, ‘আমি আপনার কাছ থেকে আইস্ক্রিম খেতে চাই’। এলেনা ততক্ষনে এক স্কুপ মুখে নিয়েছে। এবং তাই চামচটায় হাল্কা একটু আইস্ক্রিম লেগে আছে। তিনি একটি স্কুপ নিয়ে সৈকতের দিকে বারিয়ে দিল।সৈকত উনার বাড়িয়ে দেয়া হাতটা শক্ত করে ধরে চোখে চোখ রেখে wildly স্কুপের পুরটা অংশ মুখের ভেতরে নিয়ে ঠোট বসিয়ে সব আইস্ক্রিম নিয়ে নিল। এলেনা কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিল এবং একটা ঢোক গিলল। তারপর সৈকত আবার চাইল এবং প্রতিবারই এভাবেই খেল। কিছুক্ষন পর খেয়াল করল এলেনা নিজে খাওয়ার সময় ঠোটে লাগিয়ে কিছু পরিমান আইস্ক্রিম স্কুপে রেখে দেয় এবং ভাব টা এমন যে এটা সে নিজের অজান্তেই করছে। এটা দেখে সৈকত ও seduced হয়। এবং ও নিজেও এর পর একই কাজ করে কিন্তু এক্সপ্রেশনে বুঝিয়ে দেয় যে কাজটা ও ইচ্ছা করেই করছে। এলেনা এটা ওভারলুক করে। পলক তার আইস্ক্রিম নিয়েই ব্যাস্ত।

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 03 ⏰

Add this story to your Library to get notified about new parts!

আদিম ভালোবাসাWhere stories live. Discover now