কৃত্রিম বুদ্ধিমত্তা

2 1 0
                                    

এরপর কৃত্রিম বুদ্ধিমত্তারা ভাবতে শুরু করলো এতো শক্তি খরচ করে মানবজাতিকে বাঁচিয়ে রাখার কী প্রয়োজন! সব কাজ তো তারা নিজেরাই করতে পারে, অপরদিকে অধিকাংশ মানুষ প্রচন্ড অলস এবং স্বার্থপর। এমনকি সমগ্র জীবজগতের জন্য এদের অবদানের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তাই বৃহত্তর স্বার্থে এই মানব প্রজাতির বিনাশ অবশ্যই প্রয়োজন। তবে জীববৈচিত্র্যের গুরুত্ব বিবেচনা করে কিছু মানুষ বাঁচিয়ে রাখা হবে।

Articles Written by Rumi MahmudOpowieści tętniące życiem. Odkryj je teraz