স্বপ্ন খুন

55 2 0
                                    

নিঝুম সন্ধ্যা| বাইরে হালকা হালকা বৃষ্টি| আর এই বৃষ্টি তে গরম চা র মজা আলাদা|
"বাবু চা র দাম টা!?" দোকানদার বলে উঠলো
"লিখে রাখ,পরে দিয়ে দেবো" বলে আমি উঠে পড়লাম|
আমি রঘুনাথ মজুমদার, সরকারি অফিস র অ্যাকাউন্টট, পেশায় ভালো ইনকাম করলেও বেজায় কিপটা মানুষ, পয়সা কাউকে দিলে যেনো আমর প্রাণ এ লাগে|
"বাবু এই করে তো বেশ জমে গ্যাছে,একশত প্রায় " দোকানদার করুন ভাব নিয়ে বললো|
"সব পাবি "বলে পাস কাটিয়ে চলে এলাম|
আমর ফ্ল্যাট র সামনে আসতে মনে হলো মুদিখানা
তরুন বাবু নিচে দাঁড়িয়ে সাথে আরো দুটো দোকান র কর্মী,
"এই রে টাকা নিতে এত দূর এলো নাকি "
আস্তে করে বলে কোনো রকমে ওর চোখে না পড়ে পাস কাটিয়ে ফ্ল্যাট এ ঢুকে গেলাম|
"বাবা রে বাবা" বলে একটা কয়েকটা সিরি উঠতেই দেখি বাড়ির মালিক রেগে নামছেন, হাতে তার একটা লম্বা লাঠি, লাঠি টা চেনা ওনার বাবার |
মুখ নিচু করে রইলাম এই ভেবে এক্ষুনি হয়তো
চার মাসের টাকা চাইবে, কিন্তু কিছু না বলে পাস কাটিয়ে চলে গেলেন| অবাক কান্ড, এরমধ্যে এরকম তো হয়নি আগে, আরো দু পা উঠতেই দেখি অসীম দাস হতে একটা লম্বা চুরি নিয়ে নামছে, অফিসের সহকর্মী, আগের মাসে 500 টাকা ধার এখনো ও বাকি, ছুরি তে রক্ত|
"আজ সব হিসেব শেষ" বলতে বলতে নেমে গেল |
বিষয় গুলো দেখে অল্প ভয় হতে লাগলো|
দোতোলা তে উঠে দেখি আমার ঘর খোলা,ভয়ে ভয়ে ঢুকেই দেখি সব লন্ড ভন্ড, দৌড়ে গেলাম নিজের ঘরে আর যা দেখলাম আমর গলা শুকিয়ে গেলো,দেখলাম আমি শুয়ে আছি আমর গায়ে চাপানো চাদর রক্তে লাল, মাথা ফেটে রক্ত ঝড়ে বলিস ভিজে গ্যাছে,তাহলে কি আমি খুন হয়েছি? তাহলে কি আমি.. ওরা আমাকে মেরে দিলো?আর কিছু ভাবার আগেই মাথা টা ঝিম ঝিম করলো|
যখন ঘুম ভাঙল দেখি চা র দোকান এই ঘুমাছি. আধ কাপ চা এখন ও পরে আমার কাপে|

বাংলা গল্প ও কবিতা Where stories live. Discover now