প্যারাডাইস রহস্য

By yiahnkook

357 91 41

পাঁচ বন্ধু এমা,রন,জোনাস,জারা,লরি। স্কুলে, প্রতিবেশীরা সবার কাছে ওরা সুপার স্টার।শীতের ছুটিতে পাঁচ বন্ধু বেড়া... More

কিছু কথা
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 6
chapter 7
Chapter 8 (Last Chapter)

Chapter 5

20 9 0
By yiahnkook

জোনাস শেষ বার পেছনে তাকালো।এরপর প্যারাডাইস নামের বাড়িটার ভেতর ডুকে গেলো। প্রথমেই  ফাঁকা জায়গা।তারপর বিশাল বড় সিড়ি।জোনাস একবার চারপাশে তাকালো।সারা বাড়ি ধুলো-ময়লায় ঢাকা।জোনাস সিড়ি দিয়ে সোজা উঠে গেলো।ডানে-বামে অসংখ রুম।সে ডানে একটা রুমের দরজা খুলতে চেষ্টা করলো। কিন্তু দরজাটা খুললো না।সে দ্রুত পাশের দরজার সামনে চলে এল।এবার হালকা একটু ধাক্কা দিলেই দরজাটা খুলে গেলো। এই রুমটা অনেকটা পরিস্কার। তবে মানুষের থাকার অযোগ্য। কিন্তু জোনাস বুঝে ফেললো এখানে কোনো মানুষ থাকে।কারণ মেঝেতে নানা রকম ড্রাগস এর সন্ধান পেলো সে। ঘরের ঠিক  মাঝে একটা ঘুনে ধরা খাট।মেঝেতে একটা গন্ধযুক্ত তোষোক। মনে মনে বললো সে-"এখানে নিশ্চিত কেউ থাকে।"সময় নষ্ট না করে সে দ্রুত পরের ঘরটার সামনে চলে গেল।এই দরজাটাও তালাবদ্ধ। হঠাৎ গুরুত্বপূর্ণ কিছু মনে পড়েছে এমনভাবে জোনাস আবার প্রথম ঘরের দরজার কাছে চলে এলো।যা ভেবেছিল তাই।অন্যান্য দরজায় পুরোনো আমলের বিশাল তালা ঝুলছে।কিন্তু এই দরজাটায় মোটামুটি নতুন একটি তালা লাগানো।জোনাসের যা বোঝার তা বুঝে গেল। সে যখন সারা বাড়ি চোষে ফেললো তখন সন্ধা হয়ে গেছে।জোনাস দ্রুত বাড়িটা থেকে বের হয়ে এলো।সে যখন পাহাড় থেকে প্রায় নেমে এসেছে তখন সে আবার ইঞ্জিনের শব্দ শুনতে পেল। কিন্তু আজকে শব্দটা কিছুটা ভিন্ন। কিছুক্ষণের মধ্যেই সে ভিন্নতাটি ধরতে পারলো।আজকে অনেকগুলো ইঞ্জিন একসাথে গর্জন করে ছুটছে।জোনাস একেবারে জমে গেল।সে দেখতে পেল অনেকগুলো জিপ তার দিকেই এগিয়ে আসছে।সে একটা গাছের পেছনে লাফিয়ে সরে যেতে চেষ্টা করলো। কিন্তু কোনো লাভ হলো না।তারা তাকে দেখে ফেললো।সবগুলো জিপ একসাথে থেমে গেল। জোনাসের হঠাৎ গলা শুকিয়ে এলো।সে আর একটা গাছের পেছনে লুকিয়ে যেতে চেষ্টা করল কিন্তু তার আগেই কেউ একজন তার হাত ধরে বসলো।সে আপ্রাণ চেষ্টা করলো তার হাত ছাড়িয়ে নিতে। কিন্তু পারলো না।তখন একটা পরিচিত কন্ঠ তার নাম ধরে ডেকে উঠলো-"জোনাস! কি হয়েছে তোমার?এমন করছো কেন!"
জোনাস পেছনে ফিরে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল।তারপর হাফ ছেড়ে বললো-"আংকেল আপনি!আমি তো ভেবেছিলাম...."
মি.চার্লি অবাক হয়ে বললো-"কি ভেবেছিলে?"
জোনাস বললো-"কিছু না।চলুন ফিরে যাই।"

Continue Reading

You'll Also Like

42.2K 1.2K 19
হঠাৎ বিয়ের কথা বার্তা শুরু হয়ে গেল। পরিচয়... ভাল লাগা,না লাগা...
287 4 9
অবশেষে অনেক কষ্ট সহ্যের পর "আমার জীবনের সত্য কথা" বইটি বের করতে সমর্থ্য হলাম। সঙ্গত কারনে বইটির প্রথম মুদ্রন হাতের লেখার মাধ্যমে বের করলাম। লেখার বিষ...
595 12 12
এখানে প্রতি টি গল্প কাল চরিত্র ধর্ম সংলাপ সুনির্দিষ্ট কাল্পনিক অস্তিত্ব তাই সিরিয়াস ভাবে নেওয়া কিছু নাই
5 1 1
সুখ দুঃখ নিজেই দায়ী