প্যারাডাইস রহস্য

By yiahnkook

357 91 41

পাঁচ বন্ধু এমা,রন,জোনাস,জারা,লরি। স্কুলে, প্রতিবেশীরা সবার কাছে ওরা সুপার স্টার।শীতের ছুটিতে পাঁচ বন্ধু বেড়া... More

কিছু কথা
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 5
Chapter 6
chapter 7
Chapter 8 (Last Chapter)

Chapter 4

26 10 3
By yiahnkook

সবাই যখন রিসোর্টে ফিরে এলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে।নিজের রুমে যাওয়ার সময় জোনাস কে ডাকলো রন-"জোনাস চলো রুমে গিয়ে ফ্রেশ হয়েই খেতে বসবো।"
জোনাসের কোনো সাড়াশব্দ নেই।ঘুরে তাকালো রন। বিস্মিত কন্ঠে বলল,"জোনাস!জোনাস কোথায়!"
পুরো রিসোর্ট খুজেও তাকে কোথাও পাওয়া গেল না।লরি কাঁদো কাঁদো গলায় বলল,"আমাদের মাঝে থেকে একটা মানুষ উধাও হয়ে গেল আর আমরা টের ও পেলাম না।"
এমা-"লরি এখানে আমাদের দোষ নেই।জোনাস সবার পেছনে ছিলো।আমরা তো বার বার পেছনে ফিরে ওকে দেখতে পারি না।"
লরি-"কিন্তু তার পরেও...."
লরি কথা শেষ করতে পারলো না।জারা গম্ভীর গলায় বলল,"তার মানে জোনাস ওই বাড়িতেই আছে।"
রন-"কোন বাড়িতে?"
জারা-"ওই রাজবাড়িতে।"
রন-"কি করে বুঝলে!"
জারা-"কারণ ফেরার সময় জোনাস একটু পেছনে ছিল আর বারবার পিছু ফিরে তাকাচ্ছিল।"
লরি-"যদি জোনাসের কিছু হয়!"
জারা-"এখন কিছু বলা যাচ্ছে না। কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।"
এমা-"এখন তো আমরা রিসোর্টের বাইরেও যেতে পারবো না।গার্ড আছে।"

তাই সবাই মন খারাপ করে বারান্দায় বসে জোনাসের জন্য অপেক্ষা করতে লাগলো।রন মনে মনে বললো,"জোনাস তুমি এমন কেনো করলে।তোমার জন্য আমি দুপুর থেকে না খেয়ে আছি।কখন খেতে পাবো তাও জানি না।"
রন কথাটা জোরে বললে এতক্ষণে সবাই ওর মাথাটাই ফাটিয়ে দিতো।মনে মনে বলেছে বলেই রক্ষে।
মি.চার্লি এসে বললো,"কি ব্যাপার ফাইভ সরকার।ওয়ান সরকার মিসিং?"
এমা সব খুলে বললে মি.চার্লি বললো,"আমি এক্ষুণি ফোর্স নিয়ে যাচ্ছি।তোমরা চিন্তা করো না।
তোমরা এবার খেতে যাও। না হলে অসুস্থ হয়ে পড়বে।"
রন লাফিয়ে উঠলো। বললো,"হ্যা হ্যা চলো চলো।
ডাইনিং টেবিলে বসে সবাই খাবার নিয়ে নাড়াচাড়া করছে।শুধু রন রাক্ষসের মতো তৃপ্তি করে খাচ্ছে।পাশে এমা এক হাতে একটা বই হাতে নিয়ে বসে ছিল।রনকে ওভাবে খেতে দেখে বই দিয়ে মাথায় মেরে বললো এমা,"ইওর বেস্ট ফ্রেন্ড ইজ মিসিং,এন্ড ইউ আর ইটিং!"
রন অসহায়ের মতো ,"সো হোয়াইট ক্যান আই ডু?"বলে আবার খাওয়া শুরু করলো।

Continue Reading

You'll Also Like

12.6K 833 60
একজন বৃষ্টি পছন্দ করে না, আরেকজন বৃষ্টি ছাড়া কিছু বোঝে না। কেমন হবে তাদের কাছে আসার গল্প? √May 2021√
1.2K 70 5
... এই তিনটি সূত্র আমার এলগোরিদমে হার্ডকোড করা, তারপর আবার সেগুলো সর্বোচ্চমাত্রার ফায়ার-ওয়াল দিয়ে সুরক্ষিত। আশ্চর্য! মানুষ কেন যে আমাদের এত ভয় পায়! আ...
75K 321 14
বাজি খেলা । গল্পটি হচ্ছে একটি ধনী, কলেজের সবচেয়ে পপুলার মেয়ে আর একটি গরীব সান্ত-শিষ্ট, ভদ্র ও মেধাবী মেয়েকে ঘিরে । বন্ধুদের সাথে বাজি ধরে প্রেমের...