আমার ছোট্ট একটা কথা...

3 0 0
                                    

আমি যদি না-ই বলি তাদের অমানবিক কর্মকান্ড—সবিস্তারে—আপনি কীভাবে উপলব্ধি করবেন, যে তারা কেনো ইতিহাসের সবচেয়ে নৃশংস, পাশবিক, নিষ্ঠুর আর ভয়ঙ্কর বিকৃত মস্তিষের উপাধি পেয়েছে? 

আমি সাইকোপ্যাথদের কথা বলছি, আর বলছি সিরিয়াল কিলারদের কথা। আপনি নৃসংশতা দেখলে বা শুনলে সহ্য করতে না পারলে আর্টিকেলটা না পড়াই ভালো হবে।

 কিছু "স্ট্রং ওয়ার্ড" আমাকে ব্যাবহার করতেই হবে। এসব শব্দ পড়ে রুচি উবে যাবে হয়তো আপনার। আমি যদি বিস্তারিত না বলে শুধু সামান্যভাবে কিছু ছোটোখাটো তথ্য দিই—সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলারদের নিয়ে—তাহলে আপনি তাদের স্বাভবিক ভাববেন এবং এ বিষয়ে একরত্তি সন্দেহ নেই আমার।

আমি যদি বলি, ""বান্ডি "অমুক" যায়গায় জন্মেছে, তার বাবা "এই" আর মা "এই"। সে "এতটি" খুন করেছে। "এতো সালে" গ্রেপ্তার হয়েছে.."" এ তো খুব স্বাভাবিক! এমন হাজারো সিরিয়াল কিলার আছে পৃথিবীতে। 

তাহলে এদের কেনো শীর্ষ তালিকায় রাখা হয়েছে?—এই প্রশ্নের জন্যই বিস্তারিত বলবো তাদের নিয়ে।

এর আগে যে কয়টি আর্টিকেল লিখেছি, প্রত্যেকটিতে শেষে প্রায় এতকম ভাবে লিখে দিয়েছিলাম—"এসব কিছু যান্ত্রিক তরঙ্গের জ্ঞান, আমি শুধু সাজাই  আর রুপান্তর (অনুবাদ না) করি।"

আমার কথা শেষ। এবার বলছি…

...পরের পাঠ...

ফার ফ্রম দ্য সিভিলাইজড মাইন্ডWhere stories live. Discover now