স্মৃতিচারণ

24 1 4
                                    

একটা বিবর্ণ বিকেল।
শ্রান্ত শরীর, ভ্রান্ত মন।
হাতে এক পেয়ালা চা।
দৃষ্টি? বাতায়নের ঠিক সামনে...

অতঃপর-
লোক দৃষ্টির অগোচরে,
অতীতের স্মৃতিচারণ।
খানিকটা বটে,তবে...
তপনদ্বয়ের নির্ঝর নির্ঝর খেলা,
কিংবা কপোল দুটোকে সিক্ত করার প্রচেষ্টা। 
আবার হঠাৎ করেই-
বুকের মধ্যে রিক্ততা রিক্ততা অনুভব করা,
কিছুটা আনমনে,তবু খুব করে মনে করা।
কানের মধ্যে কেবলই শুনতে থাকা,
তুমিও খুব করে কাঁদবে একদিন,
যেদিন যাবে চলে- তোমার কুঞ্জমালা।

স্মৃতিচারণ Where stories live. Discover now