শেষের শুরু

Start from the beginning
                                    

সেদিনের পার্টিটা খুব জমজমাট ছিল, অনেকদিন পর বেলাকে মন খুলে হাসতে দেখে আমারও ভালো লাগছিল। এর মধ্যে নতুন এসেছে রেজা ভাই আর ইফ্ফাত। দুজনেই পলাশী থেকে, ইফ্ফাত আমাদের ব্যাচে ইলেকট্রিকালে ছিল, বছরখানেক আগে রেজা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। বেলাকে নিয়ে ওদের কৌতুহল তো আর মিটে না। পার্টি শেষে ইফ্ফাত বললো, আমার বাসায় চলো, আরো আড্ডা দেয়া যাবে।

ক্যাম্পাসের পাশে হাউজিং এ থাকতো ওরা সেসময়, আরো বেশ কয়েকজন সহ ওদের বাসায় প্রায় ভোররাত পর্যন্ত পোকার চললো। ক্যাম্পাসের ঢাকাই পোলাপানের মধ্যে ফ্রাইডে নাইটে এরকম আড্ডা খুব কমন। বাসায় এসে আরো কয়েকদিন বেলার মুড ভালো হয়ে গেল। দুতিন দিন পর পরই যে ঝগড়াটা ফেনিয়ে উঠছিলো সেটা স্থগিত। কয়েকমাস পর ভালোমত প্রস্তুতি নিয়ে ঐ সপ্তাহে বেশ কয়েকবার সেক্স করলাম আমরা। নাহলে রুটিন মাফিক দশ মিনিটের যেনতেন সেক্সই নর্ম হয়ে গিয়েছিল। একদিন আমি ওর ওপরে উঠে ঠাপাচ্ছি, বেলা বললো, ডু ইয়্যু থিংক দে ডু ইট বেটার দ্যান আস

আমি বললাম, হু

– ইফাত এ্যান্ড রাজা?

– আই ডোন্ট নো, হোয়াই ডু আই কেয়ার, ওরা টিপিকাল বাংলাদেশী কাপল, হয়তো মাসে একবার করে

– নাহ, দে আর সো ভাইব্র‍্যান্ট, দে ডু ইট এভরি ডে

– তোমার আসলে বাঙালী জামাই বৌ নিয়ে কোন ধারনাই নেই। সবার সামনে হাসাহাসি করে ঢেকে রেখেছে, হয়তো পেছনে আমাদের চেয়ে বেশী ফাইট করে। আর ইফ্ফাতের মত মেয়ে মাসে একবার ধাক্কা খেয়ে যে মাফিনে তালা মেরে রাখবে, রেজা ভাইয়ের সাধ্য নেই চাবি ঢুকাতে পারবে

– তোমার একটা বদ অভ্যাস অন্যদের খুব বেশী আন্ডারএস্টিমেট করো। দে সীম ভেরী হ্যাপী টুগেদার, আই বেট দে আর ডুয়িং ইট রাইট নাউ

আমি বললাম, বেট ধরতে চাও

– শিওর

আমি চোদা থামিয়ে ফোনটা নিয়ে ইফ্ফাতকে কল দিলাম, ইফ্ফাত কি রে, কেমন আছিস

বেশী সময় নষ্ট না করেই বললাম, কি করছিলি তোরা

তানিম সিরিজ (১৮+)Where stories live. Discover now