পুরোনো নতুন এডাম ইভের গল্প

810 2 0
                                    

পলাশী থেকে এডমন্টন এসে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়লাম। তাড়াহুড়ো করে এসেছি, এখানকার গ্র‍্যাড স্কুলে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র কেউ নেই। ইউনির যারা ছিল যোগাযোগ করে আসা হয় নি। অনেক খুজে পেতে আর্মেনিয়ান এক বুড়ির বাসায় সাবলেটে জায়গা হলো। সেখানেই লিনিয়ার সাথে পরিচয়। সেও আর্মেনিয়ান, আমাদের ইউনিতে পরে, হিস্ট্রি মেজর। আমার মত ওরও তেমন কোন পরিচিত নেই এই শহরে। মাস খানেকের মধ্যে খুব খাতির হয়ে গেল। আমি নিজে রান্না করি, লিনিয়াও তাই করে। মাঝে মাঝে খাবার বিনিময় করি। আর্মেনিয়ান খাবারের সাথে ভারতীয় খাবারের অনেক মিল আছে। শুধু ওরা এত ধনে পাতা ব্যবহার করে যে খাওয়া যায় না।

নিয়ার ইস্টের হিস্ট্রী নিয়ে ওর পড়াশোনা। ও একবার ধরতে পেলে খুব উতসাহ নিয়ে নিয়ার ইস্টের গল্প করে। আমি জেনে না জেনে অংশগ্রহন করি। মেয়েদের সাথে গল্প করতে গিয়ে কখনো বোরড হই নি। ও একদিন বললো, জানো আব্রাহমিক রিলিজয়ন গুলোর টেক্সটে যেসব গল্প আছে এগুলোর কোনটাই অরিজিনাল নয়।বেশীর ভাগ মেসোপটেমিয়ায় প্রচলিত কাহিনী থেকে মেরে দেয়া। আমি এসব জানতাম না। ও যোগ করলো, অলমোস্ট এভরি মেজর স্টোরীর সোর্স ব্যবিলন। আমি বললাম, কি আসে যায় তাতে। এসব স্টোরীর কনটেক্সট এখন আর এপ্লিকেবল নয়, মোটেই। আব্রাহামের কথাই ধর। এ যুগে যদি কেউ দাবী করে তাকে গড স্বপ্নে বলেছে নিজের ছেলেকে জবাই দিতে, আর সে অনুযায়ী প্রকাশ্যে ছেলেকে খুন করে সাথে সাথে পুলিশ তাকে জেলে পুরবো। সুতরাং এসব স্টোরীকে লিটারেলী নিলে তো সমস্যা

- আমি সেখানে দ্বিমত করছি না, তবে পৃথিবীর অন্তত পঞ্চাশ ভাগ লোক এ গল্পগুলোকে লিটারেলী সত্য হিসাবে নেয়, অনেক স্টোরী আছে যেগুলো ঐতিহাসিকভাবে ভুল নাহলে কমপ্লিট ফ্যাব্রিকেশন

- আমার মনে হয় তুমি ইস্যুটা ভুল ভাবে এনালাইসিস করছ। ধর্ম বিশ্বাস সত্য মিথ্যার সাথে জড়িত নয় মোটেই। তুমি যতখুশী প্রমান করো ধর্মগ্রন্থে খাজাখুরী, ভুয়া, বানোয়াট তথ্য আছে, তা দিয়ে একজন ধার্মিককেও ধর্ম থেকে সরাতে পারবে না। ধর্ম বিশ্বাস মানুষের মাথার আরো গভীরে

তানিম সিরিজ (১৮+)حيث تعيش القصص. اكتشف الآن