পর্ব-২

37 3 0
                                    

সেদিনের ডোরিওর কথাই সত্যি হলো। ডোরা নিজের সব শৃঙ্খলা, নিয়মের শেকল ভেঙে বলে উঠল, "আমি প্রেমে পড়েছি, হ্যাঁ! আমি এহিতে প্রেমে পড়েছি। আমি ওর একাকিত্বের সারল্যতাকে ভালোবেসেছি।"
উইটি!! উইটি!!
মধ্যদুপুরে ডোরার এই চিৎকারে ঢুলু ঢুলু চোখে তাকালো উইটি।
" এখন বিরক্ত করিস না ঘুমাতে দে।
সকালে ঘুম থেকে উঠে শুনব"

--- আচ্ছাহ একটা কথা বলতো তোর জীবনে সকাল কি কি আদৌ আসবে? হিহিহি!!

উইটির চোখে মুখে ভয়, বিষ্ময় আর ক্রোধের অভিব্যক্তি।
বেদনাকাতর অস্ফুট স্বরে বলল, "বিশ্বাসঘাতক!!"
যদিও অস্ফুট কিন্তু রাগ ক্ষোভ মিশ্রিত দৃঢ় একটা কন্ঠস্বর। উইটির প্রাণ ভোমরা দেহ ত্যাগের পর ডোরার পাশে নিথর দেহটা পড়ে রইলো।
অট্টহাসিতে ফেটে পড়লো ডোরা। হাসতে হাসতে ওর কপোল বেয়ে গড়িয়ে পড়ছে আশ্রু।
আহা বিষ! মারণ বিষ!
ঐশ্বরিক সৃষ্টিকেও হার মানায়।

আত্মাহুতি  Wo Geschichten leben. Entdecke jetzt