আমি তন্ময়,একজন সাধারণ মানুষের খোলে অসাধারণ বইপ্রেমিক।বাংলাদেশের ঠিক কেন্দ্রে আমার অবস্থান।

আমার ফলোয়িং লিস্টে আপনারা কিছু অসাধারণ মানুষকে দেখতে পাবেন,যাদের দেখতেই আমার আগমন।আগে কিছু আজাইরা প্যাচাল হয়ে যাক।

আমি যখন ফাইভে বা সিক্সে,তখন আমার আম্মুর একটা বাটন মোবাইল ছিলো,যেটাতে কষ্ট করে নেট ইউস করা যেতো।রবি সিমের বদৌলতে সেখানে ফ্রী বেসিকস এর ওয়েবসাইট থেকে ওয়াটপ্যাডের দেখা।সেই থেকে সেখানে বাংলা গল্প পড়া শুরু।কত কত লেখকদের গল্প যে পড়েছি,পড়তে পড়তে কল্পনায় তাদের সাথে জমিয়ে আড্ডা।
একসময় মোবাইলটা নষ্ট হয়ে যায়,আমি হারাই আমার অতি ভালোবাসার মানুষগুলোকে।

এসএসসির কিছুদিন আগে আবার তাদের মুখোমুখি হই,বাটন মোবাইলের সাহায্যেই।সত্যি কথা,চোখে পানি এসে পড়েছিলো।সেই প্রিয় ব্যাক্তিগুলোর আইডি দাগ কেটে যায় আমার অন্তরের গহিনে।এবার তো এন্ড্রয়েড পেলাম,তাই দেরি না করে এসে পড়লাম অ্যাপের মাধ্যমে।


সবসময় ভালোবাসবো এই প্ল্যাটফর্মকে,তার লেখকদের কে।


আমার সাথে যোগাযোগ রাখতে পারেন ফেসবুকে, Rifat Raihan Tonmoy আমার আইডি।যদি এই অধমকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠান,তবে অনুগ্রহ করে ইনবক্সে এটাও জানাবেন যে,আপনি আমাকে wattpad এ চিনেন।নতুবা,আমি অপরিচিত দের রিকুয়েষ্ট সচরাচর গ্রহণ করি না।
  • Dhaka,Bangladesh
  • JoinedJanuary 18, 2020



Last Message
Tonmoy_420 Tonmoy_420 Jan 05, 2022 09:24PM
রাত্রিবেলায় জেগে থাকলে একটা মিশ্র অনুভূতির সৃষ্টি হয়। একেকজনের ক্ষেত্রে হয়তো সেই অনুভূতিগুলো একেকরকম। আমার মধ্যে নস্টালজিয়ার প্রভাব বেশ লক্ষণীয়। এখন বসে বসে বই পড়ছি, আর নস্টালজিয়ায় ডুবে যাচ্ছি। মন্দ...
View all Conversations

Stories by Rifat Raihan Tonmoy
কবিতা! by Tonmoy_420
কবিতা!
এই জীবনে যে কবিতা লিখবো,তা স্বপ্নেও ভাবিনি।আবার,সেই কবিতা কেও দেখবে বা পড়বে,তা কখনো চিন্তাও করিনি।এই বইটা ড্র...
ranking #53 in কবিতা See all rankings
কল্পনা by Tonmoy_420
কল্পনা
এখানে কেনো সময় নষ্ট করছেন?কোনো কাজকাম নেই?শুরুতেই আপনাকে সাবধান করে দিই,এটা পড়ে লাভ নেই।বেশ কদিন ধরেই কিছু গল...
ranking #50 in story See all rankings
পিপীলিকা  by Tonmoy_420
পিপীলিকা
ছোটোগল্পের সংগ্রহ।মান অতি নিম্নবর্গের।এইসব নিম্নমানের জিনিস ছোটো বুদ্ধিওয়ালাদের মাথা থেকেই আসে।আমি তেমনি একজন...
ranking #387 in bangla See all rankings
2 Reading Lists