তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর...

By SanchariMukherjee814

2.9K 11 0

[গল্পটা একান্তই প্রাপ্ত বয়স্কদের জন্য। এখানে অনেক adult content আছে। তাই যাদের এই সব গল্পো পড়তে রুচিতে বাধে... More

তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ১
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৩
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৪
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৫
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৬
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৭
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৮
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ৯
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ১০
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ১১
তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ১২

তোমার নামে সন্ধ্যে নামে (কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) 🔞🔞 পর্ব ২

353 1 0
By SanchariMukherjee814

এক সপ্তাহ কেটে গেছে.....

মুম্বাইয়ের একটা নামি পাঁচ তারা হোটেলের 5th ফ্লোরের একটি শীততাপনিয়ন্ত্রিত সুসজ্জিত ঘরে একটা রিভলভিং চেয়ারে বসে রয়েছে যশবন্ত চতুর্ভেদি (Yashwant Chaturvedi)....... অন্যমনস্ক অবস্থায় টেবিলের উপর রাখা একটি পেপার ওয়েটকে ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন ভেবে যাচ্ছে তখন থেকে.......

"May I come in sir?..........." মেয়েটির কথায় ভাবনায় ছেদ পড়ে যশবন্তের, মাথা তুলে তাকায় মেয়েটির দিকে..... যশবন্তকে একবার দেখে নিয়ে একটা ঢোক গিলে মেয়েটি আমতা আমতা করে বলে, "স্যার সব মেয়েরা ইন্টারভিউ দিতে চলে এসেছে, ডাকবো তাদের....." মেয়েটি দরজাটা হাল্কা ফাঁক করে জিজ্ঞেস করে......

যশবন্ত হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলে, " দশ মিনিট পর......"

মেয়েটা চলে যেতেই যশবন্ত মনে মনে ভাবে, " কে করলো এই ব্লাস্টটা, কে চাইছে দাদুকে মেরে ফেলতে?..... দাদা?....নাকি জেঠিমা?.....নাকি জেঠামসাই?.....ওদের মধ্যেই কেউ হবে.....কারণ ওরা বুঝতে পেরেছে দাদুর একশো কোটির সম্পত্তির মালিক এবার আমি হতে চলেছি... তাই হয়তো দাদুকে রাস্তা থেকে সরাতে এই পথ নিয়েছে ওরা...... কিন্তু তাহলে দাদু আবার আজ সন্ধ্যে বেলায় সবাইকে ডাকলো কেন,..... কি বলতে চায় দাদু?.......দাদু কি জানতে পেরেছে ওনাকে কে মারতে চায়?...... তাই হবে হয়তো......" একটা দীর্ঘশ্বাস ফেলে যশবন্ত.....
.........................................................................................

অবশেষে খবরের কাগজের বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় এসে পৌঁছয় মধুরা। হোটেলটির সামনে দাড়িয়ে একবার ভালো করে আশপাশটা দৃষ্টি বুলিয়ে ভেতরে ঢোকে ও। হোটেলের ভেতরে যতো যেতে থাকে ততই ও নিজের প্রতি আত্মবিশ্বাস হারাতে থাকে....... রিসেপশনে একটি মহিলাকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায় মধুরা.....

"Good morning madam, Can you please tell me where is the interview for Junera company is going on?......"

মধুরার কথায় মহিলাটি একবার ওকে দেখে নিয়ে হালকা হেসে বলে, "Sure mam, it is in 3rd floor, Room number 65....."

মধুরা মহিলাটিকে ধন্যবাদ জানিয়ে লিফটে এসে ওঠে......

লিফট থেকে বেরিয়ে কিছুটা এগোতেই মধুরা দেখতে পায় রুম নম্বর ৬৫ এর কাছে একটি মেয়ে ডেস্কে বসে রয়েছে..... মধুরা এগিয়ে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে, "Excuse me mam, ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে......"

মেয়েটি মধুরাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলে, " না, please have a seat there...." বলে সামনের একটি সোফার দিকে ইঙ্গিত করে।

মধুরা পেছন ফিরে সোফায় বসা মেয়েদের দিকে তাকাতেই বুঝতে পারে কেন ওর দিকে সবাই এভাবে তাকাচ্ছে?....... কিন্তু ও আর কিই বা করতে পারতো....... ওর কাছে তো এতো টাকা নেই যে ও ওই মেয়েগুলোর মতো জমা কাপড় কিনতে পারবে!!..... অর্থের প্রয়োজন বলেই তো এই ইন্টারভিউটা দিতে এসেছে ও, কিন্তু চাকরি পেতে গেলেও যে টাকার প্রয়োজন হয় তা আজ ভালো মতো বুঝতে পারে মধুরা... নিরাশাগ্রস্থ হয়ে একবার ও মনে মনে মনে ভাবে "বাড়ি চলে যাই...." কিন্তু পরক্ষনেই ওর মনে হয় বাড়ি চলে যাওয়াটা তো কোনও সমাধান নয়......তার চেয়ে বরং একবার চেষ্টা করেই দেখা যাক কি হয়......

দেখতে দেখতে একসময় মধুরার ডাক পড়ে ইন্টারভিউয়ের জন্য..... ওর আশেপাশে যারা বসে ছিল, তারা সবাই বাড়ি চলে গেছে..... মধুরার ডাক পড়তেই ও দরজা ঠেলে ভেতরে ঢোকে.......

রুমের ভেতরটা হালকা সোনালী রঙের ফোকাস লাইট দিয়ে সাজানো, পাশে পর্দা দেওয়া লম্বা কাঁচের জানলা, সেখান থেকে বাইরেটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছে, তার ঠিক পাশেই একটা লম্বা সোফা যাতে লাল রঙের দামি কভার পড়ানো, মেঝেতে সবুজ রঙের দামি কার্পেট বিছানো, এক কথায় এই রুমটাই মধুরার কাছে একটা রাজপ্রাসাদ বলে মনে হয়......

"আমার অফিসটা ভালো করে দেখা হয়ে গেলে, ইন্টারভিউটা কি শুরু করা যেতে পারে?......"

সামনে রিভোলভিং চেয়ারে বসা বছর ২৬-২৭ এর ছেলেটির দিকে এবার চোখ যায় মধুরার......

"Please take your seat Miss Srivastav......"

সামনে রাখা চেয়ারটিতে বসে ছেলেটির দিকে তাকায় মধুরা..... প্রায় ৫'৯" লম্বা ছেলেটি, জিম করা সুঠাম চেহারা, গায়ের রং খুব ফর্সাও না আবার শ্যামলও না, গালে ট্রিম করা দাড়ি, দামি ব্লেজার পড়া, তার থেকে নিঃসৃত বিদেশি পারফিউমের গন্ধে ঘরটি ম ম করছে, মাথার চুল জেল দিয়ে সুন্দর করে সেট করা......

মধুরার এই সব ভাবনার মাঝে ছেলেটি আবার প্রশ্ন করে, "আমাকে দেখা হয়ে গিয়ে থাকলে এবার কি আপনার resume টা আমি পেতে পারি?...."

ছেলেটির কথায় হুশ ফেরে মধুরার, ছেলেটির কথায় বেশ লজ্জিত বোধ করে তাড়াতাড়ি নিজের হাতে থাকা ফাইলটি থেকে একটা কাগজ বের করে ছেলেটির হতে দেয় ও......

ছেলেটি কাগজটা ভালো করে পড়ে বলে, "দেখুন ম্যাডাম I am extremely sorry, আপনি মাত্র একটি কোম্পানিতে চাকরী করেছেন, আপনার সেরকম কোনও experience ই নেই, এতো বড়ো একটা গুরুত্বপূর্ণ পোস্টের জন্য আপনার মতো একজনকে আমি চাকরিটা দিতে পারছি না...... আপনি বরং আসুন....." বলে ছেলেটি কাগজটি ফিরিয়ে দিতে গেলে মধুরা অনুরোধের সুরে বলতে থাকে, " please sir এরকম বলবেন না, আমি অনেক আশা নিয়ে এখানে ইন্টারভিউটা দিতে এসেছি, আমার মা অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, এই চাকরিটা না পেলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না, please sir আপনি আমাকে যা ইচ্ছে কাজ দিন, আমি যেকোনো কাজ করতে রাজি but আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না স্যার please...... আর তাছাড়া আপনি তো আমাকে........" কথাগুলো বলতে বলতে চোখটা ঝাপসা হয়ে আসে মধুরার......

"দেখুন ম্যাডাম আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমার এখানে কিছু করার নেই, আমি খুব ব্যাস্ত থাকি তাই ছোটখাটো বিষয়ে মাথা দেওয়ার সময় আমার নেই, সেই দিক গুলো আমার P.A. কেই করতে হয়.....তাই আমি তাকেই নিই যার এসব কাজে অনেক দিনের experience আছে..... In that case you are not eligible for the Post....." বলে ছেলেটি মধুরার দিকে কাগজটি এগিয়ে দেয়...... মধুরা আর কোনও উপায় না পেয়ে মাথা নিচু করে কাঁপা কাঁপা হাতে কাগজটি ছেলেটির হাত থেকে নিতে গিয়ে ভুল বশত সামনে রাখা কফির কাপে ধাক্কা লাগে, আর প্রায় চোখের নিমিষে সমস্ত কফিটা ছিটকে গিয়ে খানিকটা ওই কাগজে আর খানিকটা ছেলেটির ব্লেজারে গিয়ে পড়ে......

" What the Hell !!....." ছেলেটা প্রায় চিৎকার করে ওঠে.....

" রুচিরা.....রুচিরা......" ছেলেটি তথা যশবন্ত চিৎকার করে ডাকতে থাকে......

রুচিরা নামের মেয়েটি প্রায় সাথে সাথে দরজা খুলে দৌড়ে ভেতরে ঢোকে......" Yes Sir...... "

"তুমি কাদেরকে ইন্টারভিউয়ের জন্য রেখেছো? এই মেয়েটা নাকি আমার P.A. হবে!! সামান্য ইন্টারভিউ দিতে এসে আমার দামি ব্লেজারটা এভাবে নষ্ট করে দিলো!!! এখনও এখানে দাড়িয়ে দেখছো কি just get lost....."

যশবন্তের কথায় রুচিরা একবার মধুরার দিকে তাকিয়ে নিয়ে ভয়ে ভয়ে বলে, "Sorry sir এরকম আর হবে না....."

" যাও ড্রাইভারকে গিয়ে বলো ও যেন রেডি থাকে আমি বাড়ি ফিরবো, just disgusting আমার দিনটাই নষ্ট করে দিলো.... এমনিতেই আমার মুড ভালো নেই!! Just nonscence!!!......"

মধুরা অবশ্য এতো কিছু শোনার আগেই সেখান থেকে চলে গেছে.....

Do Like, Comment and follow....

Continue Reading

You'll Also Like

266 11 7
(দ্যা ফুল মুন বিহাইন্ড দি ক্লাউড ক্রাইস আউট ফর দি স্যাক্রিফাইস)
6 0 2
একটা অদ্ভুত ধরণের কেস হাতে আসে গোয়েন্দা অনুব্রত বসুর। কোনও এক অজ্ঞাত খুনী নির্বাধ হত্যালীলা চালিয়ে যাচ্ছে কলকাতার বিভিন্ন এলাকায়। আততায়ীর একটি বি...
1K 14 3
#Bangladesh #থৃলার #Bengaliwriter #Bangladesh
1.3K 65 8
বিনুর গল্পে স্বাগতম :) এবং স্বাগতম কিছু রক্ত লেগে থাকা বেগুনে...