ফলাফল এর দিন

9 0 0
                                    

সারা রাত ঘুমাতে পারি নাই। সকালে রেজাল্ট দেবে।। মা কিছুক্ষণ পরপর রুমে আসছে আর আমার অবস্থা দেখছেন। বাবা বারবার অনলাইনে আমার রেজাল্ট দেখার জন্য পেজের রিলোড দিচ্ছেন। আবারো ফেইল্ড করলাম। বাসার সবার মন খারাপ। মা বলল তুই তো সারাদিন একটুকু পড়িস নি।
আমার মন খারাপ। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। একটু পর বাবা দরজায় নক করল। বাবা মাকে ডাক দিল অন্য রুমে। মার কাছে গিয়ে বসলাম। বাবা চিন্তা করল আমাকে ইন্ডিয়ায় পাঠাবে। ইন্টারনেটে বাবা স্কুলের খোঁজ করতে লাগলো। দু-তিনটা স্কুলের নাম্বারে ফোন করতে একটা স্কুল আমার পছন্দ হয়ে গেল। চিন্তা করতে লাগলাম হয়তো এখানে নতুন কিছু শুরু হবে। কিন্তু এমন কিছু আমার জন্য ওয়েট করছিল যা আমার কল্পনারও বাইরে।

কিছুদিন পর হল। স্কুল সম্পর্কে আরও জানলাম। সবারই পছন্দ হলো স্কুলটি। রেডি করা হলো পাসপোর্ট সাথে কাপড় জামা ও অন্যান্য জিনিসপত্র।
কিছুদিনের মধ্যে রওনা দেব। পড়াশোনা হোস্টেল মেয়ে থাকিনি। এবার হোস্টেলে থাকবো। হোস্টেলের জন্য একটি ট্রাংক কেনা হলো। তোষক আর মোটা একটি চাইনিজ কম্বল।

Fog on the hillsDonde viven las historias. Descúbrelo ahora