The Rising of the Shield Hero

2 1 0
                                    

কেনো জানি আমি Isekai(Different World) এনিমে সহ্য করতে পারি না। মানে আমার ভালো লাগে না। Sword Art Online এর দেড় সিজন দেখে আর দেখি নাই, Overlord এর এক সিজন অনেক কষ্টে দেখে আর বাকিগুলো দেখার সাহস পাই নাই, No Game No Life এর মত এনিমে বহুদিন ধরে পরে আছে মাঝেমধ্যে দুই এক মিনিট দেখে কি যে মনে করে আবার রেখে দেই আর Okaasan Online এর কথা বাদই দিলাম।

তো এই অবস্থার ভিতরে এক ভাই সাজেস্ট করলো The Rising of the Shield Hero এনিমে দেখার জন্য। ওর মুখে অনেক প্রশংসা শুনে দেখা শুরু করলাম। দেখার পর দেখি এটাও Isekai এনিমে। মনের ভিতর কেমন যেনো লাগতেছিলো তারপরেও দেখতেই থাকি। এবং আমি এনিমে টার প্রেমে পরে যাই। শুধু শিল্ড দিয়ে যে এতো কিছু করা যায় আমার জানা ছিলো না। হিরো শুধু শিল্ড ছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে পারবে না। এমনকি স্পর্শ করতে পারবে না। তো এমন অবস্থায় কিভাবে লড়াই চালিয়ে যাবে সেটা জানতে হলে দেখতে হবে এনিমে টা। প্রায় এপিসোড এ নতুন নতুন শিল্ড এর পাওয়ার এর সাথে পরিচয় ঘটবে এবং আছে আরো নানান টুইস্ট। আর কাহিনী ও সুন্দর গতিতে মলায়ম ভাবে এগিয়ে চলে। হিরো কেই বেশি দেখানোর কারণে আরো ভালো লাগছে। তাই নির্দ্বিধায় দেখতে পারেন। মাত্র 25 এপিসোড। সেকেন্ড সিজন আসবে।

Name: The Rising of the Shield Hero
MyAnimelist: 8.04
Crunchyroll: 4.7 out of 5(1518 votes)
Kitsu: 82.52% Community Approval
Episode: 25
Rating: Pg-13
Studio: Kinema Citrus
Premiered: January 09, 2019

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 10, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Review #1( The Rising Of Shield Hero)Where stories live. Discover now