"দ্য ডার্ক স্লিপ"

26 0 1
                                    

মুল: Creepy Pasta website.
অনুবাদ : তাবিয়া তামান্না।

সামান্থা এবার স্কুল শেষ করে কলেজ শুরু করেছে।এখানে এসে ওর দুজন নতুন বান্ধবীও জুটেছে। একজনের নাম জেনি আর অন্যজনের নাম এনা। ওরা তিনজন এই কয়দিনে বেশ ভাব জমিয়েছে। যেখানে যায় একসাথে যায়, একরকম ড্রেস, পাশাপাশি বসা, একসাথে লাঞ্চ করা আরো কত কি। এরই মাঝে সামান্থাদের কলেযে গরমের ছুটি দিয়ে দিলো। প্রায় এক মাস ছুটি। সামান্থার বাবা ওকে জানালো যে প্রতিবারের মত এবারো সামান্থা কে নিয়ে ঘুরতে বের হবে ওর বাবা। সামান্থার মা নেই ছোট বেলা হঠাৎ করেই কোথাও হারায় গেছে। তার পর থেকে ও ওর বাবার কাছেই বড় হয়েছে। সামান্থা ওর বাবার কাছে ঘুরতে যাবার কথা শুনে ওর বান্ধবি জেনি আর এনাকে ফোন করে জানালো। সামান্থা ওদের নিয়ে ওর বাবার সাথে ঘুরতে যেতে চায়। ওরা তো সানন্দে রাজি হয়ে গেলো। পর দিন সকালেই ওরা সামান্থাদের বাসায় চলে আসবে জানালো।

সামান্থারা যেখানে যাবে সেখানে ওর বাবা ওকে আগেও অনেকবার নিয়ে গিয়েছে। শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটা গভীর বন আছে। বনের ভেতরে একদম মাঝ বরাবর একটা সচ্ছ পানির হৃদ আছে। সেই সাথে আছে মাছ ধরার সুবর্ণ সুযোগ। জায়গাটা সামান্থার বাবার খুব পছন্দের। এজন্য এখানে একটা কাঠের এক কক্ষ করে দোতলা কেবিন বানিয়েছেন যাতে সময় পেলে এখানে রাত্রিযাপন করতে পারেন। সাথে ড্রাই ফুড ও রেখে দিয়েছেন। ওরা বাপ মেয়ে এখানে এসে অনেক মজা করে। বলতে গেলে জায়গাটা সামান্থারো খুব পছন্দের।

-"ওই লেকটাকে দেখেছো? ওটার নাম সামান্থা!" দূরের একটা লেকের দিকে তর্জনী তুলে সামান্থা হঠাৎ কথা বলে উঠল। ওর বাবা ড্রাইভ করে যাচ্ছিলেন লেকের কাছে। -"আমার বাবা এখানেই বেড়ে উঠেছেন। আর লেকটাকে খুব পছন্দ করেন। এত পছন্দ করেন যে লেকটার নামেই আমার নাম রেখেছেন"

-"ওয়াও..আসলেই অনেক সুন্দর।" জেনি বলে উঠল।

-"আমি কিন্তু ওখানে ফিশিং করবো বলে দিচ্ছি। বরশি নিয়ে এসেছি।" এনি খুব আগ্রহী হয়ে বলল।

সামান্থারা অনেক দূর চলে এসেছে। এর বেশি প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে না। তাই ওরা গাড়ি থেকে নেমে পায়ে হাটা শুরু করলো। সামান্থা এখানে বহুবার এসেছে তাই ওর কাছে এখানকার প্রকৃতি পরিবেশ সব কিছুই চেনা। তবে ওর বান্ধবিদের চেহারা দেখার মত। ওরা অবাক চোখে এদিক ওদিক দেখছে প্রকৃতি প্রাণ ঢালা সৌন্দর্য। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লম্বা গাছের ফাঁক গলে সূর্যের আভা। আর সবুজের অকৃত্রিম সমারোহ যেন চোখ জুড়িয়ে দেয়। আর কান ঝালাপালা করে দেবার মত নাম না জানা শত শত পাখির কলকাকলীতে মুখরিত। কুচকুচে কালো মাটি আর গাছের শেকড় ওদের চলাচলের পথ কে করে তুলেছে আদিমতায় ভরপুর। আর শুকনো ডাল পাতার মরমর ধ্বনি তো আছেই। এ যেন এক নতুন জগৎ। যেখানে সারাজীবন হারিয়ে গেলেও দুঃখ থাকার কথা নয়।

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 25, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

ক্রিপিপাস্তা অনুবাদ Where stories live. Discover now