#সম্পর্কের_টান #নাইমা_জাহান_রিতু #পর্ব-১

1.4K 32 0
                                    

#সম্পর্কের_টান
#নাইমা_জাহান_রিতু

ভেতর থেকে দরজা লক করে ধীরেধীরে মাহসান এগুলো বিছানার ঘুপটি মেরে বসে থাকা তৃষ্ণার দিকে। বিছানার এক কোণায় বসে নিজের উপস্থিতি জানানোর জন্য হালকা কেশে উঠলো সে।
-"এহেম্মম্ম,,"
মাহসানের উপস্থিতি বুঝতে পেরে সচকিত হয়ে গেল তৃষ্ণা। মুখ তুলে মাহসানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই মাহসান বলে উঠলো,
-"কবে বাচ্চা নেব আমরা?"
মাহসানের প্রশ্নে নিমিষেই ঠোঁটের হাসি মিলিয়ে গেল তৃষ্ণার। সেখানে এসে ভর করলো একগাদা অস্বস্তি। এটা কি ধরণের প্রশ্ন! বাসর রাতে স্বামী কখনো তার স্ত্রীকে প্রথমেই এমন অদ্ভুত কথা বলে নাকি! লোকটার মাথায় বুদ্ধিশুদ্ধি বলতে কিছু আছে নাকি! বেআক্কেল লোক একটা।।
ওপাশে মাহসানকে প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নিজেকে কিছুটা সামলে নিল তৃষ্ণা। মাহসানের দিক থেকে নজর সরিয়ে বিছানার চাঁদরের দিকে দিল সে। হালকা গোলাপি রঙের পুরো চাঁদরের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে লাল, কালো রঙের লাভ। খারাপ না নকশা টা। বরং দারুণ!
-"কিছু বলেছিলাম!"
মাহসানের ডাকে এ পর্যায়ে মুখ খুললো তৃষ্ণা। পুরো ব্যাপারটা ভাবতেই লাজুকলতায় ছেয়ে গেলো তার মন। আচ্ছা!! গালটা কি লাল হয়ে গেছে আমার! হয়েছে হয়তো। লজ্জা পেলে নাকি মেয়েদের গাল লাল হয়ে যায়? হায়! হায়! গালটা লাল হয়ে গেলে তো দেখে ফেলবে মাহসান! ভাবতেই নিজের মুখ আরো নিচু করে ফেললো তৃষ্ণা। ধীরগলায় বললো,
-"আপনার ইচ্ছা।"

পারিবারিক ভাবে আজই বিয়ে সম্পন্ন হয়েছে মাহসান এবং তৃষ্ণার। মহসিন চৌধুরী এবং শান্তি বেগমের তিন সন্তানের মাঝে একমাত্র পুত্র মাহসান চৌধুরী অর্ক। দুই কন্যা ঐতিহ্য এবং অর্থি। ছোট দুই বোনের চোখের মণি যেমন তাদের একমাত্র ভাই, মাহসান,, ঠিক তেমনি ভাইয়েরও দুটি চোখ তার আদরের দুটি বোন ঐতিহ্য এবং অর্থি।
শক্ত সামর্থ্যের গড়নের একটি ছেলে মাহসান। মাথা ভর্তি হালকা কোঁকড়ানো হালকা সোজার মিশ্রণের চুল। জোড়া ভ্রুর সাথে বেশ ছোট ছোট দুটি চোখ, পুরু ঠোঁট, চওড়া কাধ, নিয়মিত ব্যায়ামের ফলে সিক্স প্যাক বডি, ফর্সা গাল ভর্তি খোঁচাখোঁচা দাড়ি। সব মিলিয়ে পাঁচ ফিট নয় ইঞ্চির ছেলে মাহসানের মাঝে রয়েছে চোখ ধাঁধা লাগানোর মতো রূপ। যা একজন মেয়েকে নিজের দিকে আকর্ষিত করার মতো যথেষ্ট। এমবিএ শেষ করে আপাতত বাবার প্রাইভেট একটি ফার্মের দেখাশোনার কাজে রয়েছে সে। অপরদিকে মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ে তৃষ্ণা। লিয়াকত সরকার এবং তৌহিদা বেগমেত দুই ছেলেমেয়ের মাঝে ছোট তৃষ্ণা। হলুদ ফর্শা গায়ের রঙের মাঝে চিকন স্বাস্থ্যের লম্বা চওড়া গড়নের মেয়ে তৃষ্ণা। বড় বড় দুটি চোখ, তড়তড়া নাক, চিকন ঠোঁট, পিঠ সমান চুল, সাথে নরম স্বভাব। নারায়ণগঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ বছর অনার্স শেষ করেছে সে। হয়তো চোখ ধাঁধা লাগানোর মতো রূপওয়ালি তৃষ্ণা নয়, তবে মানুষকে মুগ্ধ করার মতো আলাদা কিছু রয়েছে তার মাঝে আছে।

সম্পর্কের_টানWhere stories live. Discover now