৭৮

633 11 2
                                    

-বল কি খাওয়াবি ?

তয়া বেঞ্চ থেকে মাথা তুলে তাকাল । মীম ঠিক ওর পাশে এসে বসল ।

-কেন ?

-বল আগে কি খাওয়াবি ?

-দেখ এখন ইয়ার্কি ভাল লাগছে না ।

-আর বল না ?

-কেন খাওয়াবো ?

-তোর রাজকুমারের খোজ পেয়েছি ।

-সত্যি ???

তয়া এতো জোরে চিৎ‍কার করে উঠল যে চারিপাশের লোকজন ঘুরে তাকাল ।

-সত্যি বলছিস ??

তয়ার মনে খানিকটা সন্দেহ দেখা দেয় । তয়া আবার বলল

-তুই মিথ্যা কথা বলছিস । আমার মন খারাপ বলে তুই মন ভাল করার জন্য এমনটা বলতেছিস ।

সত্যি সত্যিই তয়ার মনটা খারাপ । মনটা খারাপ ঐ অজানা ছেলেটার জন্য । যে ছেলেটাকে চেনে না জানে না এমন একটা ছেলের জন্য তয়ার মনটা আসলেই খারাপ ।

ও কখনও ভাবতে পারে নি এমন অদ্ভুদ ঘটনা ঘটবে ওর সাথে । সপ্তাহ খানেক আগে ছেলেটার সাথে তয়ার দেখা হয় ।

দেখা হয় বলতে তয়া ছেলেটাকে দেখে । সেদিন কফি সপে বসে কফি খাচ্ছিল আর মীমের সাথে বসে গল্প করছিল । এমন সময় ছেলেটাকে দেখতে পায় ও ।

কেমন অন্য রকম একটা আভা ছিল ছেলেটার চেহারার মধ্যে । তয়া কিছুক্ষনের জন্য একেবারে স্থির হয়ে গেল । একটু বড় বড় চোখ ছেলেটার । কালো ফ্রেমের চশমা পরেছে । মাথায় চুল একটু বড় । কি গভীর সেই চোখের দৃষ্টি ।

কফিতে চুমুক দিচ্ছে আর কি যেন একটা বই পড়ছে । তয়া কফি খাওয়া ভুলে গেল ।

মীম ব্যাপারটা লক্ষ্য করেছিল । কিন্তু এতো বেশি গুরুত্ব দেয় নি । তয়া নিজেও ব্যাপারটা প্রথমে অতো বেশি গুরুত্ব দেয় নি ।

প্রথমে ভেবেছিল সাময়িক মোহ ! চোখের আড়াল হলেই মোহ কেটে যাবে !

কিন্তু সেই থিওড়ি কাজে এল না । চোখের আড়াল হলেই মনের আড়াল হল না ।

সিন্দাবাদের ভুতের মতই ছেলেটি তয়ার মাথায় চেপে থাকল । এই সাতটা দিনে তয়া একটা মুহুর্তের জন্যও ছেলেটিকে মন থেকে মুছে ফেলতে পারল না ।

গল্প-স্বল্প (ভলিউম ০১)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin