What love is!

3 2 0
                                    

কাদম্বরী-- "কাছে না পেলে কি ভালবাসা যায় না, ঠাকুরপো?🙃"

রবি-- "ভালোবাসার জন্য যদি তাকে কাছে পেতে লাগে, তাহলে তুমি পারোনি ভালবাসতে, নতুন-বউঠান। যাকে তুমি ভালোবাসবে, সে তোমার হৃদয়েই থাকবে। আর যে হৃদয়ে অবস্থান করে, তাকে কি নতুন করে কাছে পেতে লাগে?🙂"

কাদম্বরী-- "দূর থেকে ভালোবাসাই কি শুদ্ধ?🙃"

রবি-- "ভালোবাসার মানুষকে কাছে থেকেও যেমন ভালবাসা যায়, দূরে থেকেও যায়। যে অনুভুতি মনের গভীর থেকে আসে, তা কি কখনো শুদ্ধ না হয়ে থাকতে পারে?🙂"

~WONDER~Where stories live. Discover now