অরুন্ধতী ও অর্কদেব ❤️🦋

Autorstwa DipayantiB

54 6 2

আমার ভাবনা ব্যক্ত করার চেষ্টা করেছি ❤️🦋 Więcej

কথাবার্তা(২)
শুভ জন্মদিন (৩)

প্রথম দেখা (১)

31 2 1
Autorstwa DipayantiB

A girl's POV:-

আমার নাম অরুন্ধতী রায়। উত্তর কলকাতার রায় বাড়ির মেয়ে আমি , মা বাবার বড্ড আদরের,
হব নাই বা কেন? একমাত্র মেয়ে তাও আবার জ্যেষ্ঠ সন্তান। আমার ভাই সমীর তার উচ্চ শিক্ষার জন্য থাকে কানাডায়। তাই আমার হাতেই দায়িত্ব বাবা মার খেয়াল রাখার। কিন্তু এই দুজন আমাকে সিঙ্গেল দেখতে নারাজ, তাই উঠে পরে লেগেছে আমার বিয়ে দিতে, তাই সমন্ধ দেখছে। আমি এখন B.Ed করছি, স্বপ্ন শিক্ষিকা হব, যদিও এই মুহূর্তে প্রাইভেট টিউশন পড়াই। আমার বয়স ২৫ বছর।

মা:- শিক্ষিকা সঞ্জিতা দত্ত রায় (৫১ বছর)

বাবা:- ডাক্তার অনির্বাণ রায় (৫৩ বছর)

ভাই:- মেডিক্যাল স্টুডেন্ট সমীর রায় (১৯ বছর)

A boy's POV:-

আমি অর্কদেব ভট্টাচার্য্য। উত্তর কলকাতার বাগবাজারের ভট্টাচার্য্য বাড়ীর ছেলে আমি। একমাত্র ছেলে, তাই আদর - দায়িত্ব দুটোই আমার কারণ ৫ বছর আগে বিয়ে হয়েছে দিদির, সুদূর আমেরিকায় । আমি টিউশন পড়াই, পরবর্তীতে ফ্যামিলি বিজনেসের দায়িত্ব আমার। বাবা মা উঠে পরে লেগেছে আমার বিয়ে দিতে। আমার বয়স ২৯ বছর।

মা:- অবসরপ্রাপ্ত ডাক্তার অমৃতা সাহা ভট্টাচার্য্য
(৫৭ বছর)

বাবা:- বিজনেস ম্যান দেবদূত ভট্টাচার্য্য
(৫৯ বছর)

দিদি:- ইঞ্জিনিয়ার অনিন্দিতা ভট্টাচার্য্য চৌধুরী
(৩৩ বছর)

____________________________________

আজ আমাকে দেখতে আসছে পাত্র পক্ষ, আমি অরুন্ধতী। বড্ড নার্ভাস লাগছে, কেন জানিনা।
আমি আজ অন্য রঙে রাঙা, শাড়ি পড়েছি।

তারা আসতে আর বেশি সময় বাকি নেই। ছেলের ব্যাপারে যা যা শুনেছি , মনে হয়েছে ছেলেটা সৎ, ভদ্র ও মহিলাদের সম্মান করতে জানে।

এসব ভাবতে ভাবতেই দরজার বেলের শব্দ পেয়ে সিড়ি বেয়ে নিচে নেমে এলাম। দেখলাম তারা এসেছে, ছেলেটির বাবা মা ও ছেলে। ছেলের উচ্চতা প্রায় ৬ ফুট ২ ইঞ্চি। বাবাও তেমন আর মাও বেশ ভালই লম্বা। ছেলের নাম অর্কদেব ভট্টাচার্য্য, টিউশন পড়ায় আমাদের স্কুলের (রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল) মেয়েদেরকে।

মা বাবা ও তার মা বাবার কথা বার্তা কিছুটা বোরিং লাগছিল আমার, হয়তো বা তারও।

আমার মা:- এই আরু তোরা দুজন যা না, কথা বার্তা বল। বাবা যাও তুমি ওর সাথে, অসস্থি বোধ কোরো না।

অর্কদেব:- it's ok আণ্টি।

আমি তাকে নিয়ে এলাম আমার রুমে।

অরুন্ধতী:- আপনি বসুন না।

অর্কদেব:- হ্যাঁ।

অরুন্ধতী:- তা আপনার কোনো জিজ্ঞাস্য আছে?

অর্কদেব:- লেডিস ফার্স্ট!

অরুন্ধতী:-(হেসে) ওকে, আপনার ব্যাপারে কিছু বলুন।

অর্কদেব:- আমি অর্কদেব ভট্টাচার্য্য, প্রাইভেট টিউটর। বায়োলজি অনার্স নিয়ে মাস্টার্স করেছি, ফ্যামিলি বিজনেসের উত্তরাধিকারী। আমার ফ্যামিলি বলতে আমার মা বাবা আর দিদি , she got married and is fully settled in America .

অরুন্ধতী:- আপনার ফিউচার প্ল্যান কি? আপনার কি কোনরকম ইচ্ছে আছে বিদেশে সেটেল হওয়ার?

অর্কদেব:- দেখুন আমরা নিজেদের ফিউচার কেউই বলতে পারি না। হয়তো আজ থেকে ১০ বছর বাদে আমিও বিদেশে সেটেল হব হয়তো না। যদিও আমার কোনো ইচ্ছা নেই, actually I love my city, country everything, এটাই হলো আসল ব্যাপার।

অরুন্ধতী:- I am impressed by your answer. এবার বলুন দেখি, আপনি ছোটবেলা থেকে কার সাথে সব চেয়ে বেশি attached?

অর্কদেব :- দিদি, she is like my everything to me।

অরুন্ধতী:- যেদিন আপনার দিদির বিয়ে হয়, কেঁদেছিলেন ?

অর্কদেব:- সত্যি বলতে, ছোটবেলা থেকে সবার কাছে এটাই শুনেছি যে, পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, তাই বলে কি তাদের কষ্ট হয় না। কেঁদেছিলাম লুকিয়ে নিজের ঘরে, not infront of the society। সে যাই হোক আপনি আর কিছু জিজ্ঞাসা করতে চান?(চোখের কোণে জল তখন)

অরুন্ধতী:- না, আপনি কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করুন( বসলাম তার পাশে)

অর্কদেব:- tell me something about yourself.
(একগাল হাসি দিয়ে)

অরুন্ধতী:- তো আমি অরুন্ধতী রায়, B.Ed করছি আর তার সাথে প্রাইভেট টিউশন পড়াই। আমার ফ্যামিলি বলতে আমার মা বাবা আর ভাই সমীর, he is in Canada for his studies.

His POV:-

কিছুটা খেয়ালে ডুবে আছেন বলে মনে হলো তাকে। এত অবধি যা দেখলাম বেশ ভালই লাগলো মেয়েটাকে। বেশ self independent আর ফিউচার নিয়ে ভাবে।......

অরুন্ধতী:- চলুন না, ব্যালকনি তে গিয়ে বসি খোলা হাওয়ায়।

অর্কদেব :- hmm চলুন।

Author's POV:-

তারা দুজন গেল ব্যালকনিতে, বসল তারা দুটো বেতের মোরায়।

অর্কদেব:- এ বাবা, আমার জামার বোতামটা তো
ভেঙে গেছে। ডাস্টবিন টা কোথায়?

অরুন্ধতী:- ঐ যে (pointed at the dustbin)

অর্কদেব ডাস্টবিন খুলে বোতামটা ফেলতে গিয়ে দেখল প্রায় দু চারটে ফাঁকা সিগারেটের প্যাকেট ও বেশ কয়েকটা পোড়া সিগারেট। সে বেশ অবাক, একেই পার্সোনাল ডাস্টবিন তাও একটা বাঙালি মেয়ের ,তাতে সিগারেটের প্যাকেট ,তাও আবার গোল্ড ফ্লেক। সে অগত্যা কিউরিওসিটির জন্য জিজ্ঞাসা করবে,তার আগেই

অরুন্ধতী:- আমি বলতাম, আমি স্মোক করি।
একটু অবাক হলেন বুঝি? হয়তো আমার প্রতি ইম্প্রেশনটা একটু খারাপ হলো?

অর্কদেব:- না আসলে you are the first woman যাকে আমি স্মোক করতে শুনলাম।

অরুন্ধতী:- আপনি স্মোক করেন?

অর্কদেব:- hmm করি।

অরুন্ধতী:- ড্রিংক করেন?

অর্কদেব:- হ্যাঁ but sometimes।

অরুন্ধতী:- ছাড়তে পারবেন আমি বললে?

অর্কদেব:- ড্রিংক করা ছেড়ে দেবো স্মোকিং হয়তো হ্যাঁ হয়তো বা না। আপনি পারবেন?

অরুন্ধতী:- চেষ্টা করবো।

অর্কদেব:- একটা সিগারেট পেতে পারি?

অরুন্ধতী:- নিয়ে আসছি, আপনি দাঁড়ান।

অরুন্ধতী ঘর থেকে দুটো গোল্ড ফ্লেক আর একটা লাইটার নিয়ে এল। অর্কদেবের দুটি ঠোঁটের ফাঁকে সিগারেটটা ঢুকিয়ে দিল সে।(আমার imagination, সিন টা ভেবেই লজ্জা লাগছে) লাইটার জ্বালিয়ে আগুন ধরালো সিগারেটের মুখে। অর্কদেবের চোখ পুরো গোল যেনো সে বিশাল অবাক, একটা বাঙালি মেয়ে যে কি না B. Ed student সে এতটা বোল্ড কি করে। তার এই এক্সপ্রেশনের পাত্তা না দিয়ে নিজের সিগারেটটি ঠোঁটের মাঝে নিয়ে আগুন জ্বালালো অরুন্ধতী। এক বার টান দিয়ে মুখ থেকে ধুয়ো বার করছিল দুজন। সেই মুহূর্তে,

অর্কদেব:- তা আপনার ফ্যামিলি জানে যে আপনি স্মোক করেন? তাদের না নেই?

অরুন্ধতী:- না actually আমাদের ফ্যামিলিতে "ইকুয়ালিটি ম্যাটার্স" এই শব্দ দুটোর মাহাত্ম্য খুব বেশি তো, তাই আমাকে না শুনতে হয়নি কিন্তু দিনে দুটোর বেশি নয়। আপনার কটা লাগে?

অর্কদেব:- দুটো ,বেশি হলে তিনটে

অরুন্ধতী:- the word is not in my dictionary.

অর্কদেব:- hmm?

অরুন্ধতী:- 'বেশি হলে ' এই শব্দটা আমার ডিকশনারিতে নেই।

অর্কদেব:- তো কবে ফার্স্ট স্মোক করেন?

অরুন্ধতী:- ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার তখন।
আপনি?(সিগারেট মুখ থেকে বার করে ধোঁয়া বের করতে করতে)

অর্কদেব:- আমিও প্রথম সেসময়ই করেছিলাম (সিগারেটের শেষ ধোঁয়া ছেড়ে dustbin খুলে ফেলে দিল ও অরুন্ধতীও তাই করলো।)

অরুন্ধতী:- বুঝতে পেরেছি বেশ অবাক হয়েছেন একজন মেয়েকে স্মোক করতে দেখে।

অর্কদেব:- you guessed it right.

____________________________________

Czytaj Dalej

To Też Polubisz

394 1 1
ভালোবাসা নাকি কামনা,,,, অনুলিপি আর ইন্দ্রনীলের প্রেমের গল্পে কোন অনুভূতির জয় হবে শেষ পর্যন্ত.....
31.1K 793 28
এই বইয়ের গল্প গুলো যদিও আমিই লিখেছি কিন্তু এই থিম গুলো আমার নয় । আমার ইনবক্সে অনেকে অনেক সময় অনুরোধ করে তাদের নিয়ে গল্প লিখে দিতে । অনেকে নিজেদের কা...
3.4K 11 3
ভালোবাসা,কামবাসনা,অধিকার সবই যদি একজনকে ঘিরেই থাকে,তবে প্রতিদিনই মনেহয় প্রথম দেখার দিনের মতো।"একান্তই আমার" একটি বিবাহিত পরিবারের গল্প যেখানে একজন স্...
2.5K 21 8
এক রাতের জন্য গ্যাংস্টার রায়ান গোমেজের শয্যা সঙ্গিনী হতে বাধ্য হয় নীলাশা। একটি রাতের মিলনেই রায়ানের নেশায় পরিণত হয় ও। কেমন হবে ওদের পরবর্তী জীবন...