Poems Written By Rumi Mahmud

By RumiMahmud

913 247 134

Here I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you th... More

কবিতাংশ : জন্ম ও মৃত্যু
কবিতাংশ : একটু ভালো বাঁচবো বলে
কবিতাংশ : মানুষ চায় মানুষ
কবিতাংশ : মৃত্যুর জন্য ক্ষুধার্ত
কবিতা : প্রোথিত মন
কবিতা : রদবদল
কবিতা : তোমাকে নিয়ে
কবিতা : মৃত কাব্য
কবিতা : জীবনের রাস্তায়
কবিতা : চলতে থাকবে
কবিতা : মেঘের সাথে আড়ি
কবিতা : নিবেদন
কবিতা : স্থবির জীবন
কবিতা : ছায়ার জানালা
কবিতা : বিদায় বেলায়
কবিতা : শোক থেকে শক্তি
কবিতা : মহাকালের মায়াবী পাতায়
কবিতা : মেয়ের বাবা
কবিতা : অসীমে একাকী
কবিতা : খুব সস্তা
কবিতা : মাথায় প্রেম চড়েছে
কবিতা : তারা আসে নীল রঙে
কবিতা : অনুভূতি ভাগাভাগি
কবিতা : গোলাপ তোমার জন্যই
কবিতা : অপরিচিত
কবিতা : দ্বিতীয় প্রজন্ম
কবিতা : মানব দর্শন | Poem: Observing Philosophies
কবিতা : ভালোবাসা অন্ধ
কবিতা : আমার মানব জনম
কবিতা : জাদুর শহর
কবিতা : জনসমুদ্রে ভালোবাসা
কবিতা : তেইশের কাশফুল
কবিতা : রৌদ্রে নাচে বৃষ্টি
কবিতা : কেন যেন
কবিতা : সমাজ শোধন
কবিতা : অনুভূতির প্যারাডক্স
কবিতা : দিনশেষে ভালোবেসে
কবিতা : আবারও ভালোবাসা
কবিতা : বৃষ্টিস্নাত কৃষ্ণচূড়া
কবিতা : হারার বছর
কবিতা : এক কাপ কথা
কবিতা : "প্রিয়সি কবিতা"
কবিতা : "কালি ও কবি"
কবিতা : ছাই থেকে
কবিতা : লৌকিক
কবিতা : বৃষ্টি এসেছে
কবিতা : দুনিয়া ১
কবিতা : দুনিয়া ২
কবিতা : দুনিয়া ৩
কবিতা : দুনিয়া ৪
কবিতা : দুনিয়া ৫
কবিতা : দুনিয়া ৬
কবিতা : দুনিয়া ৭
কবিতা : দুনিয়া ৮
কবিতা : হয়তো ভালোবাসি
কবিতা : তোমার চোখে
কবিতা : বোনেরা ভাই চায়
কবিতা : নবদিন
কবিতা : তাঁদের জন্য প্রার্থনা
কবিতা : দেশকে ভালোবাসি
কবিতা : আমি

কবিতা : মানব আয়না

13 5 10
By RumiMahmud

কবিতা : মানব আয়না
লেখক : রুমি মাহমুদ
তারিখ : ১১.০২.২০২২

সবাই বলেছিলো সমাজে পশুর অবাধ বিচরণ,
পাশবিকতার জন্য কলুষিত এই সমাজ-যন্ত্র;
আমি দেখলাম পশু : দেখতে মানুষের মতোই।
আমি মনের অলিগলি ঘুরতে গিয়ে
খুঁজে পেলাম এক আয়না-
ছবিটা দেখতে অবিকল আমার মতোই,
কিন্তু সেই ছবির চোখে বুঝি
পাশবিক কিছু দেখেছিলাম,
মানবিক নয় একদমই।
আমায় আবদার করলো
আয়নাটার বাঁধা ভেঙে আগমনের;
ভয়ে না বলি,
শুনে আমায় শাসাল খুব!
ক্রোধে ভাঙতে চাইলো সেটা!
একার জোরে পারলো না ভাঙতে এই আয়না
তবে বাড়ছে ফাটল তাতে-
আমি এখানে পাহারা দেই,
তার সাথে লড়তে হবে তাই।
আমাদের দেয়াল আয়নার;
ওপাশে বন্দি, এপাশে আমি;
আমরা বহুকাল মুখোমুখি দাঁড়িয়ে :
আমি এর নাম দিয়েছি 'মানব আয়না'।

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।









Continue Reading

You'll Also Like

12.3K 833 60
একজন বৃষ্টি পছন্দ করে না, আরেকজন বৃষ্টি ছাড়া কিছু বোঝে না। কেমন হবে তাদের কাছে আসার গল্প? √May 2021√
72 1 3
আমার লেখা কবিতার সমগ্র বলতে পারেন।
5.3K 135 6
লেখকের সাথে নীলাক্ষীর পরিচয়টা কাকতালীয়। তবে শেষটা খুবই অনাকাঙ্ক্ষিত... #নীলাক্ষী আমার লেখা তৃতীয় গল্প:)
4 4 4
আমি রুমি মাহমুদ, শুভাকাঙ্খীদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার লেখা একটি কবিতা ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে।