কালসর্প যোগ ও প্রতিকার

25 0 0
                                    


জন্মছকে কালসর্প যোগ বা কালসর্প দোষ থাকলে অর্থাৎ  যখন কোনও জন্মের ছকে রাহু এবং কেতু এক দিকে সমহস্ত গ্রহ থাকে অর্থাৎ সমস্ত গ্রহ রাহু এবং কেতুর মধ্যে অবস্থান করে । রাহু কেতু অক্ষের বাইরের সমস্ত অবশিষ্ট ঘর খালি থাকে তখন এই যোগ সৃষ্টি হয়।। তবে এই যোগের কিছু প্রকারভেদ আছে।

১. অনন্ত কালসর্প দোষ:- লগ্নে রাহু সপ্তমে  কেতু, এই রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহ এবং অন্য দিক ফাঁকা। এই কালসর্প দোষ যদি কারো খারাপ হয় তাহলে সারা জীবন ধরে দুঃখ-কষ্ট ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট ভোগ করে যেতে হবে।
২. কুলিক কালসর্প দোষ:- দ্বিতীয় রাহু অষ্টমে কেতু। এই কালসর্প দোষ যদি কারোর থাকে তাহলে সেই ব্যক্তি কোনদিন নিজের পরিশ্রমের তুলনায় অর্থ উপার্জন করতে পারেনা। পারিবারিক শান্তি পাওয়া যায় না চূড়ান্ত দারিদ্রতা এবং চূড়ান্ত পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। এই দোষ থাকলে জীবনের কোন না কোন সময় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবেই। মারাত্মক গোপন শত্রুতা, এবং বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। ঋণে জর্জরিত হয়ে বাড়ি গাড়ি নষ্ট হয়ে যাবে।
৩. বাসুকি কালসর্প দোষ:- তৃতীয় রাহু নবমে কেতু। এই কালসর্প দোষ থাকলে মামলাকে পুলিশ এবং যে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আত্মীয় দের জন্য যতই ভালো করার চেষ্টা করুন, তাদের কাছ থেকে বেশি বদনামটাই পাবেন। জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য নষ্ট হবে, মিথ্যে অপবাদ আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, শুভ যোগাযোগে বাধা আসবে।
৪. শঙ্খপল কালসর্প দোষ:- চতুর্থে রাহু দশমে কেতু। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন বসবে না, পড়াশোনায় বাঁধা পড়বে। বাড়ির কারো কথা শুনতে চাইবে না। নিজস্ব সম্পত্তি অপরের হাতে চলে যাবে, পৈত্রিক সম্পত্তি ধরে রাখতে পারবে না। কারো জন্ম ছকে যদি এই কালসর্প দোষ থেকে থাকে এবং রবি ও চন্দ্র অতিরিক্ত পড়িত থাকে তাহলে সেই বাড়িতে কারোর আকস্মিক মৃত্যু হবেই। মায়ের সাথে বনিবনার অভাব থাকবে। এই কালসর্প দোষ যার জন্মছকে আছে তার চন্দ্র যদি অত্যাধিক মাত্রায় পিড়িত হয় তাহলে তার ছোটবেলায় মাতৃ হানি হয়ে থাকে। বাড়িতে শান্তি থাকে না এবং কারো না কারো রোগ, সমস্যা লেগেই থাকে।

Astrology {Bengali} Where stories live. Discover now