মাশরাফি

88 8 4
                                    

নামঃ মাশরাফি 

লেখকঃ দেবব্রত মুখোপাধ্যায় / বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন 

পৃষ্ঠাঃ ৪৭০ 

 বলাকার গর্ভে তখন সাত মাসের সন্তান। একদিন নেপাল সরকার বললেন, "দেখি তো মা তোর হাত টা দে। একটু দেখি। "এরপর আস্তে আস্তে বললেন, " তোর কোলে তো রাজপুত্র আসছে রে মা। এই ছেলে যদি ষোল বছর পর্যন্ত বেচে থাকে, ওকে থামানোর মত কেউ নেই এই দুনিয়ায়। পুরো দেশ রাজত্ব করবে বলাকার ছেলে, সারা পৃথিবী এক নামে চিনবে তোর এই ছেলেকে।"

সকাল ৮:৩০
শীতের কুয়াশা চিরে ভেতর থেকে পরপর দুটো চিৎকার ভেসে আসে। বলাকার প্রবল চিৎকার। পরপরই একটা নতুন প্রান, এই জগতে এক নবাগত চিকন তার স্বরে জানিয়ে দেয় সে এসেছে। প্রবল চিৎকারে যেনো পুরো বাংলাদেশ কাপিয়ে ঘোষনা করে দেয়, আমি এসেছি। আমি চলে এসেছি, রাজত্ব করবো বলে।

পুরো বইটা জুড়ে আছে কিছু ভালোবাসার গল্প, কিছু ত্যাগ, কিছু পাওয়ার জন্য সংগ্রামের গল্প, কিছু হাসি ঠাট্টা, কিছু বেদনা, আর সবথেকে বড়, আত্নবিশ্বাস আর হার না মানার অনুপ্রেরণা।
যারা ক্রিকেট ফ্যান না, আমার মনে হয় তাদেরও বইটি পড়া উচিৎ, অবশ্যই পড়া উচিৎ :)   


বই পড়ি আর পড়তে বলি ^_^Where stories live. Discover now