part :1

72 2 1
                                    

Jungkook আজ অনেক বেশি তারাতারি ঘুম থেকে উঠে।  কারণ আজ jungkook কে তার বাবার হয়ে কাজে যেতে হবে।

jungkook নিচে গিয়ে তার বাবার জন্য খাবার তৈরি করে তার ঔষুধ রেখে তার বাবার ঘরের কাছে গিয়ে দরজায় নক করে।




  বাবা তোমার খাবার ও ঔষুধ আমি টেবিলে রেখে দিয়েছি।  আর কাজ নিয়ে চিন্তা করো না আমি আজ চলে যাব তুমি শুধু একটু আরাম করো।  jungkook অনেক মিষ্টি করে বলে তার বাবার উওর দেওয়া আগেই চলে যায়।


jungkook যখন mr kim এর বাসায় পৌছায়।  তখন jungkook গার্ডরা ভিতরে ডুকতে দেয় না।

গার্ড ১: কে তুমি?  তুমি জানো না তোমাদের মতো লোকেদের আমাদের স্যার পছন্দ করে না! 

Jk : আমি mr.jeon এর ছেলে jungkook আমার বাবা আজ অসুস্থ আছে তাই আমি আজ তার হয়ে কাজ করব। 



গার্ড ২: ঠিক আছে ভওতরে যাও।





jk : ধন্যবাদ। jungkook তার সঙ্গে বড় মেনশনের ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর jungkook বুঝতে পারছিল না jungkook কি করবে।  তাই jungkook একজন চাকর থেকে জিজ্ঞেস করে।

mr.jeon এখানে কি কি করতেন। আমি তার ছেলে jungkook আর আজ আমি তার হয়ে সব কাজ করব। 



ওহহহ তারাতাড়ি চলো তোমাকে সকালের খাবার তৈরি করতে হবে। তুমি আগে থেকেই দেরি করে ফেলেছ। তাই বলে সেই চাকরটা jungkook কে টানতে টানতে রান্না ঘরে নিয়ে যায়।  তখন jungkook যে তার বাবার জায়গায় রান্না করতে থাকে।  রান্না করা হওয়ার পর jungkook যখন সেই খাবার গুলো টেবিলে সাজানোর জন্য নিয়ে যায়।  jungkook দেখে একটা ৪৫-৫০ বছরের  লোক তার দিকে ঠান্ডা ভাবে তাকিয়ে আছে আর একজন তার ফোন নিয়ে ব্যাস্ত আছে যে হয়তো  jungkook এর বয়সি হবে।  তখন বয়স্ক লোকটি তার জায়গা থেকে উঠে  পরে।





তোমার এতো বড় সাহস তুমি খাবার তৈরি করতে এতো বেশি সময় লাগাও। আর সেই mr.jeon কোথায় তুমি কুত্তা এখানে কি করছ।  mr. Kim jungkook দিকে চিৎকার করে বলে ।  যা শুনে jungkook অনেক বেশি চমকে যায় এই প্রথম কেও jungkook এর সঙ্গে এরকম ভাবে কথা বলেছিল। যা শুনে jungkook এর চোখে পানি চলে আসে আর jungkook তার মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে থাকে ।



I Never Loved YouWhere stories live. Discover now