এই গল্পে ছোট্ট বাইয়াতুন ঈবাদাহ্ তার প্রথম রোজা রাখার যাত্রার কথা বলা হয়েছে। একটি মিষ্টি ও নিষ্পাপ শিশুর দৃঢ়তা ও ঈমানের চিত্র অঙ্কিত হয়েছে, যেখানে সে তার বাবার সঙ্গে নামাজ পড়ে এবং রোজা রাখার সিদ্ধান্ত নিয়ে খুশিতে উচ্ছ্বল হয়ে ওঠে। রমজানের পবিত্রতা ও ঈমানের গুণাবলী নিয়ে এই গল্প ছোটদের জন্য অনুপ্রেরণার উৎস।